আগরতলা, ২৭ আগস্ট : ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সী রাজ্যের আরও একটি অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান স্টেট হটিকালচার রিসার্চ স্টেশনকে নলেজ পার্টনার হিসেবে সংযুক্ত করবে। খুব দ্রুত এই দুটি সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে। মূলত রাজ্যের এফপিও গুলির সঙ্গে যুক্ত লোকেদের উদ্যান এবং বাগিচা সংক্রান্ত বিষয়ে আরো অভিজ্ঞ করার জন্য এই সিদ্ধান্ত বলে জানান ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সী এম ডি রাজীব দেববর্মা।
ত্রিপুরা রাজ্যে এখন প্রতিনিয়ত মাশরুমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। চাহিদা পূরণের জন্য ভিন রাজ্য থেকে কিছু জাতের মাশরুম আসছে। রাজ্যকে মাশরুম চাষে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়টি মাথায় রেখে রাজ্যের অধিক সংখ্যক চাষীদের এই চাষের সঙ্গে যুক্ত করা হচ্ছে। তার অঙ্গ হিসেবে বুধবার আগরতলার পার্শবর্তী নাগিছড়া এলাকার স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশনে একদিনের এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় রাজ্যের আট জেলার ৩০টি ফারমার্স প্রোডিউসার কোম্পানি থেকে দুই জন করে মোট ৬০ জন সদস্য অংশ নেন।
গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে প্রথমে চারা গাছে জল শিঞ্চনের মধ্য দিয়ে কর্মশালার সূচনা হয়। উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের প্রধান ড রাজীব ঘোষ, ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সী এম ডি রাজীব দেববর্মা, এসিস্টেন্ট ডিরেক্টর পিঙ্কু বাসাল দেববর্মা, অনিতা মজুমদার, রাখী দেববর্মা, সাগরিকা ভট্টাচাৰ্য, প্রান্তিকা সিনহা প্রমুখ। এর পর গবেষণা কেন্দ্রের প্রধান ড রাজীব ঘোষ এই গবেষণা কেন্দ্রের বিষয়ে বিস্তারিত তোলে ধরেন।
গবেষণা কেন্দ্র বিষয়ক একটি তথ্য চিত্র দেখানো হয়। এর পর এই গবেষণা কেন্দ্র'র মাশরুম শাখার ইনচার্জ এসিস্টেন্ট ডিরেক্টর অভিনাষ দাস মাশরুমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই সঙ্গে প্রশিণার্থীদের সহজে মাশরুম চাষ বিষয়ক পুস্তিকা দেওয়া হয়।
এদিনের প্রশিক্ষণ সম্পর্কে জয়েন্ট ডিরেক্টর রাজীব দেববর্মা বলেন, ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সী এবং স্টেট হর্টিকালচার রিসার্চ স্টেশনের যৌথ উদ্যোগে কর্মশালা হয়। এতে এফপিসি গুলির ম্যানেজিং ডিরেক্টর এবং বোর্ড অফ ডিরেক্টররা এসেছেন। তারা প্রশিক্ষণ নিচ্ছেন। পরবর্তী সময় বাণিজ্যিক ভাবে তারা মাশরুম উৎপাদন করবেন বলে জানান।
0 মন্তব্যসমূহ