Advertisement

Responsive Advertisement

কেন্দ্রীয় প্রতিনিধি দল দীপশিখা সিএলএফ সফর করেন ও নতুন আই সি এফ'র উদ্বোধন করেন





আগরতলা, ২৯ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের পশ্চিম জেলার অন্তর্গত দীপশিখা ক্লাস্টার লেভেল ফেডারেশন তথা সি এল এফ পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধির দল। এদিনের এই প্রতিনিধি দলে ছিলেন ভারত সরকারের গ্রাম উন্নয়ন মন্ত্রকের উপ-পরিচালক রমন ওাধবা, সিনিয়র ম্যানেজার ডঃ বিবেক কুন্জ, সিনিয়র ম্যানেজার ডঃ পুনীত ভাট, তাদের সঙ্গে উপস্থিত ছিলেন টি আর এল এম এর চিফ অপারেটিং অফিসার দ্বীপায়ন ঘোষ  এবং পশ্চিম জেলা টিমের অন্যান্য কর্মকর্তাগণ। এদিন নতুন ইন্টারনাল ফিনান্সিয়াল কন্ট্রোল কেন্দ্রের উদ্বোধন করা হয়। এই কেন্দ্রটি মূল উদ্দেশ্য হল, গ্রামীণ অর্থনৈতিক কার্যক্রমকে আরও স্বচ্ছ ও কার্যকর করা,
স্থানীয় স্তরে ঋণ ও আর্থিক লেনদেনের মান উন্নত করা, নারীদের ক্ষমতায়ন ও জীবিকা উন্নয়নে সহায়তা প্রদান। সি এল এফ এর প্রয়োজনীয়তা ও লক্ষ্য, কর্মপ্রণালী ও কার্যক্রমের নিয়মাবলী, ঋণ পুনঃপ্রদানের প্রক্রিয়া ও ইন্টার-লেন্ডিং ব্যবস্থা, চলমান বিভিন্ন জীবিকা উদ্যোগ ও প্রকল্প ইত্যাদি বিষয় নিয়ে উপস্থিত অতিথিরা আলোচনা করেন। 
সি এল এফ-এর সদস্যরা তাদের অর্জিত সফলতা, সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা অতিথিদের সঙ্গে আলোচনা করেছেন। অতিথিরা তাদের কাজের প্রশংসা করেছেন এবং আরও সক্রিয়ভাবে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য উৎসাহিত করেছেন।
দীপশিখা সি এল এফ-এর এই সফর ও আই এফ সি কেন্দ্রের উদ্বোধন ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হিসেবে ধরা হচ্ছে। এটি শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সামাজিক ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ