আগরতলা, ২১ আগস্ট : ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সবার নেত্রী মিমি মজুমদারের নেতৃত্বে মহিলাদের নিয়ে জন সম্পর্ক অভিযান কর্মসূচি অব্যাহত রয়েছে। রাজধানী আগরতলার পার্শ্ববর্তী প্রতাপগড় বিধানসভার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডে এক সভার আয়োজন করা হয়। কর্মসূচি সম্পর্কে মিমি মজুমদার জানান মহিলাদের নিয়ে চা'পে চর্চা কর্মসূচি করা হয়। তোদের সভানেত্রী পাশাপাশি মন্ডল সভানেত্রী স্বপ্না দাস, আগরতলা পুর নিগমের কর্পোরেটর উমা দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। মহিলাদের সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্রীয় সরকার মহিলাদের জন্য যে সকল প্রকল্প চালু করেছে এই বিষয়ে আলোচনা করা হয়, সেই সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করা হয়েছে, যে সকল মহিলারা এখনো সংগঠনে আসেননি তাদেরকে যুক্ত করার বিষয়ে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এই সভায় স্থানীয় এলাকার মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই প্রসঙ্গে উল্লেখ্য যে মিমি মজুমদার সাংগঠনিক দায়িত্ব নেওয়ার পর রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রতিটি জেলায় জেলায় মন্ডলে মণ্ডলে ঘুরে মহিলাদেরকে সংগঠনে নিয়ে আসার জন্য প্রতিনিয়ত কাজ করছেন। এর ফলস্বরূপ তার প্রতিটি কর্মসূচিতেই মহিলাদের ভিড় লক্ষ্য করা যায়।
0 মন্তব্যসমূহ