Advertisement

Responsive Advertisement

লায়ন্স ক্লাব অফ আগরতলার উদ্যোগে অন্নদান ' অনুষ্ঠানের আয়োজন



আগরতলা, ২০আগস্ট: লায়ন্স ক্লাব অফ আগরতলার তরফে বুধবার রাজধানীর এনএস রোড বাণিজ্য ভবনের সামনে 'অন্নদা' অনুষ্ঠানের আয়োজন করে। এই কর্মসূচীর অংশ হিসেবে মালবাহী আনলোডিং সম্পর্কিত শ্রমিক এবং অভাবী মানুষের জন্য খাবারের প্যাকেট বিতরণ করা হয়। লায়ন্স ক্লাব অব আগরতলা, তাদের বাৎসরিক আন্নদা প্রকল্প ক্ষুধা নিবারণ কর্মসূচির অংশ হিসাবে মোট ২০০ জন শ্রমিকের মধ্যে পরিবহণ শ্রমিকদের লোডারদের মধ্যে প্রোটিন মিল বিতরণ করা হয়। খাবার পরিবেশন করা হয় বণিজ্য ভবন, নেতাজি সুভাষ রোডের সামনে।
এই মহতী উদ্যোগটি জোন চেয়ারপার্সন লায়ন সুমন ভট্টাচার্য-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়, তাঁর পিতা স্বর্গীয় ননী গোপাল ভট্টাচার্যের স্মৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে। লায়ন্স ক্লাব অফ আগরতলার পি আর ও লায়ন তমাল পাল সংবাদ মাধ্যমকে এই খবর জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ