Advertisement

Responsive Advertisement

বহিঃরাজ্যের এক গাঁজা পাচারকারী আটক আগরতলা স্টেশনে


আগরতলা, ২০ আগস্ট : রেল পুলিশের তৎপরতায় আবারো বহিঃরাজ্যের এক গাঁজা পাচারকারী যুবক আটক আগরতলা রেল স্টেশনে। ধৃতের নাম সুভাষ কুমার, বাড়ি বিহারের ভাগলপুর। তার কাছ থেকে ৭ কেজির উপর গাঁজা বাজেয়াপ্ত করা হয়। যার কালো বাজারে মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। আগরতলা জি আর পি থানার এস আই পঙ্কজ কুমার দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে রেল পুলিশ তাকে গ্রেপ্তার করে। ধৃত যুবককে জোর জিজ্ঞাসা বাদ করা হচ্ছে। রাজ্যের যুবকদের সঙ্গে এখন বহি রাজ্যের যুবক যুবতীরাও নেশার পাচার বাণিজ্যে জড়িয়ে পড়েছে। এই ঘটনা আবারো প্রমান করে নেশা পাচারকারী কিংবা নেশা কারবারিরা কতটা সক্রিয়। রেল পথকেই এরা নিরাপদ করিডোর হিসাবে ব্যবহার করছে। কিছু কিছু ক্ষেত্রে নেশা সামগ্রী পাচারকারীরা ধরা পড়লেও অধিকাংশ ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ