Advertisement

Responsive Advertisement

ভারী বৃষ্টির মধ্যে রাজ্য জুড়ে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত



আগরতলা, ৯ জুলাই : রাজ্য জুড়ে ভারী বৃষ্টি হচ্ছে এরই মধ্যে বন্যা এবং ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয় হলে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে এই বিষয়টিকে সামনে রেখে বুধবার রাজ্যব্যাপী মহড়া অনুষ্ঠিত হয়। রাজ্যের মূল মহড়াটি অনুষ্ঠিত হয় আগরতলায়। পশ্চিম জেলার মোট ১২টি জায়গাতে এই মহড়া অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছয়টি জায়গাতে বন্যা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হবে এবং ছয়টি জায়গাতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভূমিধস সৃষ্টি হলে যে পরিস্থিতির হয় তার উপর মহড়া অনুষ্ঠিত হয়। পশ্চিম জেলার জেলাশাসক ডা বিশাল কুমার এই মহড়া সম্পর্কে সংবাদ মাধ্যমকে জানান, রাজধানী আগরতলার কলেজ লেকে বন্যা পরিস্থিতি নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে রাজধানীর  হাঁপানিয়া এলাকার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণেও মহড়া অনুষ্ঠিত হয়। 
 এদিনের এই মহড়ায় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে রাজ্যের বিভিন্ন বাহিনী স্বাস্থ্যকর্মী  এবং দপ্তরের সদস্যরা অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং ওএনজির মতো সংস্থা অংশগ্রহণ করে। 
এই মহড়ার মধ্য দিয়ে প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে বিভিন্ন বাহিনীর মধ্যে যে ধরনের ব্যবস্থা রয়েছে এগুলো সম্পর্কেও বাস্তব ধারণা পাওয়া যায়।আইজিএম হাসপাতাল ইত্যাদি জায়গাতে মহড়া হয়। বাস্তবে এমন বিপর্যয় এলে কি করে জীবন এবং সম্পত্তির ক্ষতি কম করে লোকেদের উদ্ধার এবং রক্ষা করা যায় তা এই মোহরার মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার সম্ভব। তাই মাঝে মাঝে এ ধরনের মহড়া আয়োজন করা হয়। এদিন রাজ্যের বেশিরভাগ জায়গাতে ভারী বৃষ্টি থাকার কারণে মহড়া অনেকটাই কষ্টকর হয়েছিল আবার বাস্তব পরিস্থিতির সঙ্গে মানানসই ছিল বলেও অনেকের অভিমত। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ