আগরতলা, ৮ জুলাই: ত্রিপুরা রাজ্য তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন কর্মচারী সংঘের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে অল ইন্ডিয়া রাষ্ট্রীয় রাজ্য কর্মচারী মহাসংঘের কার্যকরী সভাপতি শংকর দেব, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের ত্রিপুরা প্রদেশের (টি.আর.কে.এস) সভাপতি পার্থ পাল ও সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস উপস্থিত ছিলেন। এছাড়াও তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে হিমাদ্রি দেববর্মা, বিরুলাল দেববর্মা এবং যদুপতি দেবনাথ উপস্থিত ছিলেন। তারা দপ্তরের স্বার্থে বিভিন্ন দাবিসমূহ অধিকর্তা শ্রী ভট্টাচার্যের হাতে তুলে দেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি সমূহের মধ্যে রয়েছে দপ্তরে কর্মরত ডি.আর.ডব্লিউ./কন্টিনজেন্ট ওয়ার্কার ক্যাজুয়াল ওয়ার্কার পি.টি.ডব্লিউ. কর্মীদের অবিলম্বে নিয়মিত করার ব্যবস্থা করা, সিপাহীজলা, খোয়াই, ধর্মনগর এবং কৈলাসহর জেলা ও মহকুমা অফিসগুলিতে অতিসত্বর নিজস্ব জায়গাতে বিল্ডিং করতে হবে, আই.সি.এ. থেকে যে সমস্ত অফিসার/ কর্মচারী পর্যটন দপ্তরে ডেপুটেশনে রয়েছেন তাদের অবিলম্বে আইসিএ, দপ্তরে ফিরিয়ে আনতে হবে, প্রত্যেক মহকুমা অফিসগুলিতে রিপোর্টার স্ক্রিপ্ট রাইটার, কালচারেল অ্যাসিস্টেন্ট। লোকশিল্পী নিয়োগ করতে হবে, দপ্তরের গ্রুপ সি (লোকশিল্পীদের) আবেদন করা বকেয়া পাওনার ব্যবস্থা করতে হবে, দপ্তরের গ্রুপ সি পদের সমস্ত প্রমোশন পদগুলি পূরণ করতে হবে, দপ্তরের জেলা ও মহকুমা অফিসগুলিতে নাইট গার্ডের ব্যবস্থা করতে হবে, জি এ দপ্তরের নোটিফিকেশন অনুযায়ী প্রমোশন প্রাপ্তদের অন্যান্য দপ্তরের ন্যায় আমাদের দপ্তরেও অবসরকালীন সুবিধা দিতে হবে, দপ্তরের কর্মচারীদের সুস্থ বদলি নীতি চালু করতে হবে, লোকরঞ্জন শাখাগুলিকে পুনর্গঠন করে প্রয়োজনীয় বাদ্যযন্ত্র সরবরাহ করে গ্রামীণ সংস্কৃতির বিকাশকে ত্বরান্বিত করতে হবে, দপ্তর তথা সরকারের স্বার্থে নিয়মিতভাবে সমস্ত জেলা ও মহকুমা স্তরের অফিসারদের মাধ্যমে এফ সি আর প্রদানের ব্যবস্থা করে আরপি, সেকশনের কাজের গুণমান বৃদ্ধি করতে হবে, কর্মচারীদের ফিক্সড পে প্রথা বাতিল করতে হবে, প্রত্যেক কর্মচারীকে ২০ বছর কর্মজীবন পূর্ণ হলেই ফুল পেনশন বেনিফিটি প্রদান করতে হবে, কর্মচারীদের অবসরকালীন বয়সসীমা ৬২ বছর করতে হবে, কর্মচারীদের বকেয়া ডি.এ. এবং ডি.আর, প্রদান করতে হবে ইত্যাদি। ত্রিপুরা রাজ্য তথ্য ও সংস্কৃতি এবং পর্যটন কর্মচারী সংঘর সভাপতি হিমাদ্রি দেববর্ম এই খবর জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ