আগরতলা, ৮ জুলাই : রাজধানী আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনী এলাকার অন্যতম সুপরিচিত একটি সামাজিক সংস্থা হচ্ছে সপ্তসিন্ধু ক্লাব। এই ক্লাবের নতুন সভাপতি নাম ঘোষণা করলেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। ক্লাবের সদস্য সদস্যদের নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে তিনি সভাপতির নাম ঘোষণা করেন। নতুন সভাপতি হিসেবে ডঃ রাজীব ঘোষের নাম ঘোষণা করেছেন দু'বছর মেয়াদের জন্য। নাম ঘোষণা করে দীপক মজুমদার বলেন, ড. রাজীব ঘোষ একজন অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরে উচ্চ অধিকারী হিসেবে কর্মরত রয়েছেন। রাজ্যের বিশেষ করে কৃষক সমাজের কল্যাণের জন্য তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। তাই ক্লাবের সভাপতি হিসেবেও তিনি এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সেই সঙ্গে ক্লাবের গৌরব বজায় রাখতে সক্ষম হবেন। সভাপতি হিসেবে নাম ঘোষণা করার জন্য ড: রাজিব ঘোষ রাজধানী আগরতলার সিটি সেন্টার এলাকার পুরো নিগমের প্রধান কার্যালয় এগিয়ে ফুলের তোড়া দিয়ে ধন্যবাদ জানান। এই সময় মেয়রের অফিসে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কর্পোরেটররা। ড. রাজীব ঘোষকে ক্লাবের সভাপতি হিসেবে পেয়ে খুশি ব্যক্ত করেছেন ক্লাবের অন্যান্য কর্মকর্তা এবং সদস্যরা।
0 মন্তব্যসমূহ