আগরতলা, ৯ জুলাই : রাজ্যের কোথাও ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি। মানুষ বিরোধীদের ডাকা বনধ প্রত্যাখ্যান করেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে বিরোধীরা ধর্মঘট সফল বলে দাবি করে। এমনটাই বক্তব্য প্রদেশ বিজেপির। উন্নয়ন মূলক কর্মসূচি বিরোধীরা স্তব্ধ করে দিতে চাইছে। তাই এরা ধর্মঘট ডাকে। যদিও রাজ্যের মানুষ তা সর্বত ভাবে প্রত্যাখ্যান করেছে। রাজ্যে ধর্মঘটের কোনো প্রভাবই পড়েনি। এই দাবি করলো প্রদেশ বিজেপি। বুধবার বিকালে দলের রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন প্রদেশ সাধারণ সম্পাদক তাপস মজুমদার। তিনি আরো বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে বিরোধীরা বনধ সফল হয়েছে বলে দাবি করে। কিন্তু রাজ্যের মানুষ উন্নয়ন বিরোধীদের এই বনধ প্রত্যাখ্যান করেছে। যানবাহন চলাচল থেকে দোকানপাট, অফিস কাছারি সবই ছিল স্বাভাবিক। এর জন্যে রাজ্যবাসীকে দলের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। এদিকে প্রতি বছরের ন্যায় এই বছরও গুরু পূর্ণিমা দিবসে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুদের অর্থাৎ প্রশিক্ষক ও সাধু সন্তদের সম্মাননা জানাবে দল। স্কুল কলেজের শিক্ষক, নৃত্য , সংগীত, খেলাধুলা, বাদ্যযন্ত্র , অঙ্কন এসবের শিক্ষকদের সম্মাননা জানানোর পাশাপাশি বিভিন্ন আশ্রম ও মন্দিরে সাধু সন্তদেরকেও সম্মাননা জানানো হবে বলে জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তাপস মজুমদার।
0 মন্তব্যসমূহ