Advertisement

Responsive Advertisement

বাম নেতা শংকরকে হনুমান মূর্তি ও হনুমান চাল্লিশা উপহার দিলেন বিজেপি নেতৃত্ব

আগরতলা, ১৫ জুলাই: পবন পুত্র হনুমান সম্পর্কে কু-মন্তব্য করায় প্রাক্তন সাংসদ তথা বাম নেতা শংকর প্রসাদ দত্তের আগরতলার অভয়নগর এলাকার বাসভবনে গিয়ে তাকে হনুমান মূর্তি ও হনুমান চাল্লিশা উপহার দিলেন, সেই সঙ্গে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর আবেদন রাখেন বিজেপি কর্মী সমর্থকরা।বিজেপি নেতৃত্বের বক্তব্য ,বাম নেতা শংকর প্রসাদ দত্তের যেন চেতনা হয়।
সম্প্রতি প্রাক্তন সাংসদ তথা বামপন্থী সংগঠন সি আই টি ইউ রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত পবন পুত্র হনুমান নিয়ে একটি মন্তব্য করেন। আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে মোটর কর্মী ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি, ভগবান হনুমানকে ষন্ডা মার্কা বলে মন্তব্য করেন। হনুমান হিন্দু ধর্মের অন্যতম আস্থার প্রতীক। শংকর প্রসাদ দত্তের এই ধরনের মন্তব্যে হিন্দুর ধর্মাবলম্বীদের মনে আঘাত লাগে। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ ছড়ায়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ৬ আগরতলা বিজেপি মন্ডলের কর্মী সমর্থকরা মিলে প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্তের বাসভবনে যান। নেতৃবৃন্দ উনার হাতে হনুমান চাল্লিশা এবং হনুমানের মূর্তি উপহার দেন এবং তাকে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর আবেদন রাখেন। এই প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব জানান, কমিউনিস্টরা হিন্দু ধর্মবিরোধী। বিভিন্ন সময় তারা হিন্দু ধর্মের বিরুদ্ধে কুমন্তব্য করেছেন। এতে হিন্দুদের আস্থা ও বিশ্বাসের উপর আঘাত এসেছে। দু-দিন আগে মুক্তধারায় হনুমানজিকে নিয়ে কুমন্তব্য করেন প্রাক্তন বাম সাংসদ শংকর প্রসাদ দত্ত। তার এই মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। আরো বলেন, বিজেপির কাজ হল মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা। এই বাম নেতৃত্বের চেতনার বহিঃপ্রকাশ যেন হয় সেই জন্য ভগবান হনুমানের কাছে প্রার্থনা জানান তিনি। একই সাথে ভগবান হনুমান জি যেন সংকর প্রসাদ দত্তকে ক্ষমা করেন এই প্রার্থনা ও জানান এই বিজেপি নেতৃত্ব।
প্রসঙ্গত উল্লেখ্য যে সংকর প্রসাদ দত্তের এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ধর্মকে রাজনীতির ময়দানে টেনে আনা উনার কোন মতেই উচিত হয়নি বলে তথ্য ভিজ্ঞ মহলের অভিমত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ