Advertisement

Responsive Advertisement

আগরতলায় সিটি হাসপাতালের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন মেয়র


আগরতলা, ১৫ জুলাই : রাজ্যের দুই প্রধান রেফারেল হাসপাতাল জিবি এবং আই জি এম'র উপর রোগীর চাপ কমাতে আগরতলা স্মার্ট সিটিতে অত্যাধুনিক সিটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। রাজধানীর কাঁসারি পট্টি এলাকায় গড়ে উঠছে এই সিটি হাসপাতাল। কাজের অগ্রগতি কতটা হচ্ছে তা নিয়ে মঙ্গলবার এক পর্যালোচনা বৈঠক হয়। এর পৌরোহিত্য করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। বৈঠকে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যসহ পুর নিগম ও পূর্ত দপ্তরের আধিকারিকরা ছিলেন। ছিলেন কাজের বরাতপ্রাপ্ত ঠিকেদারও। নিজের অফিস কার্যালয়ে এই বৈঠকের পর মেয়র জানান, ৫০ আসন বিশিষ্ট হবে এই সিটি হাসপাতাল হবে। সেই সঙ্গে থাকবে ওপিডি। কাজের অগ্রগতি, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা, কিভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো কাজ শেষ করা যায় তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। শহর ও শহরতলীর রোগীদের চাপ কমাতেই এই সিটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ