Advertisement

Responsive Advertisement

হাওড়ার জলে মাছের পোনা অবমুক্ত করলেন মেয়র


আগরতলা, ১৫ জুলাই: নদীতে মাছের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর নাম  “প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা”। এই প্রকল্পের অংশ হিসেবে মঙ্গলবার এই প্রকল্পের অধীনে “জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার” আর্থিক সহায়তায় রাজধানীর যোগেন্দ্রনগর এলাকার বিদ্যাসাগর সেতু সংলগ্ন “হাওড়া নদীতে” বিভিন্ন প্রজাতির লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। মেয়র ইন কাউন্সিল বাপি দাস সহ অন্যান্যরা।
এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীপক মজুমদার বলেন, যারা বিভিন্ন নদী-নালাতে মৎস্য চাষ ও শিকার করে জীবন জীবিকা নির্বাহ করে তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা নিয়েছেন প্রধামন্ত্রী। এই যোজনার মঙ্গলবার মাছের পোনা ছাড়া হয়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে মৎস্য উৎপাদনে এবং মৎস্য চাষের সঙ্গে যারা জড়িত তাদের সার্বিক উন্নয়ন হচ্ছে। এর জন্য তিনি মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। যে লক্ষ্যমাত্রা নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সেটি আগামী দিনে সফল হবে বলে আশা ব্যক্ত করেছেন মেয়র। আগামীদিনেও এধরনের কর্মসূচির মাধ্যমে মৎস্য সম্পদকে আরো সমৃদ্ধ করার প্রয়াস গ্রহণ করা হবে বলে জানান মেয়র দীপক মজুমদার। আগামীদিনে রাজ্যের অন্যান্য জায়গাতেও এই কর্মসূচীর আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে মৎস্য দপ্তরের তরফে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ