Advertisement

Responsive Advertisement

মোহনপুরের ই-রিক্সা চালক খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তিন


দীপঙ্কর দেবনাথ, মোহনপুর, ৫ জুলাই: মোহনপুর মহকুমার ই - রিক্সা চালক খুনের ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করল পুলিশ। গত ২৮ জুন সিমনার কৃষ্ণপুর চা বাগানে মোহনপুরের ই রিস্কা চালক বিকাশ দেবনাথ খুন হয়ে ছিলেন। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জিজ্ঞাসাবাদ করে কমপক্ষে ৬ জনকে। আপাতত গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। আরো অনেক গ্রেপ্তার হতে পারে বলে সূত্রের খবর। রাজ্যের বাইরেও আরো এক দুজন খুন কান্ডের অভিযুক্ত থাকতে পারে বলে সূত্রের খবর। এই খুন কান্ডের মূল যাদের আটক করা হয়েছে এরা হল সিমনা বিধান সভার দারগা মুড়ার এক যুবক প্রতোষ দেববর্মা, সুইহিং দেববর্মা। এদেরকে গত ৩০ জুন ভোরবেলা নিজ নিজ বাড়ি থেকে আটক করে আনা হয়েছিল। পাশাপাশি গত ১ জুলাই বুধজংনগরের দুর্গা চৌধুরি পাড়ার বিক্রম দেববর্মা সহ খুন হওয়া বিকাশের ই-রিক্সা নিয়ে আসা হয়েছিল সিধাই থানাতে। গত ২ জুলাই এই ৩ অভিযুক্ত দের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছিল সিধাই থানার তরফে। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে যানা যায়। এরা এখন সিধাই থানার লকাপে রয়েছেন। কি কারনে বিকাশকে খুন করে। পশ্চিম  জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিমাদ্রি প্রাসাদ দাস শনিবার সমস্ত ঘটনার রহস্য উন্মোচন করলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান। সাথে ছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ, সিধাই ওসি মঙ্গেশ পাটারি, সুন্দর টিলা ফাঁড়ি ওসি তথা এই খুনের মামলার আই ও ধ্রুবজয় রিয়াং সহ অনান্যরা। 
আরো অনেক ক্লু রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। তবে আর সেই খুন কান্ডের মূল আর কি কি রহস্য রয়েছে, তা অতি শীগ্রই প্রকাশ্যে আসুক এমনটাই চাইছে মোহনপুরবাসী। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের  কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবী জানাচ্ছেন সকলে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ