আগরতলা, ৫ জুলাই : শনিবার সিপাহীজলা জেলার কাঁঠালিয়া আর ডি ব্লকের অন্তর্গত মনাইপাথর এডিসি ভিলিজে জনজাতী গৌরব বর্ষ উপলক্ষে “ধরতি আবা জন ভাগিদারী অভিযান” অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি এই কার্যক্রমে জনজাতী ভাই-বোনদের বিভিন্ন বেনিফিসারি সহ প্রয়োজনীয় ST, PRTC সহ বিভিন্ন সার্টিফিকেট দেওয়া হয়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বেনিফিশিয়ারীদের হাতে এই সার্টিফিকেটগুলো তুলে দেন। পাশাপাশি স্থানীয় শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
0 মন্তব্যসমূহ