Advertisement

Responsive Advertisement

গাছ লাগানোর পাশাপাশি গাছকে বাঁচিয়ে রাখার অঙ্গীকার করতে হবে : মন্ত্রী টিংকু রায়


আগরতলা, ৪ জুলাই : "এক পেড় মাকে নাম" কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন লিমিটেডের উদ্যোগে আগরতলার দুর্জয়নগর এলপিজি গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। গাছের চারা রোপন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী। এদিনের এই কর্মসূচিতে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন ঘুমোতে কোপারেটিভ সোসাইটি চেয়ারম্যান রতন ঘোষ, ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান এডভোকেট সমীর ঘোষ, আইতরমার চেয়ারম্যান টুটন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বৃক্ষরোপনের বিভিন্ন উপকারী দিক তুলে ধরেন। তিনি বলেন, বহু বছর ধরে বৃক্ষরোপণকে কেন্দ্র করে বিভিন্ন বিদ্যালয়ে এবং সরকারি প্রাঙ্গণে গাছ লাগানো হচ্ছে। কিন্তু সেই অনুযায়ী বৃক্ষ বর্তমানে পরিলক্ষিত হয় না। তার একটাই কারণ বৃক্ষরোপণ উৎসবে বৃক্ষরোপণ করা হলেও পরবর্তী সময়ে সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না। তাই এটি সংকল্প নিতে হবে যে একটি গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের পরিচর্যা এবং আগামী দিনে যেন গাছটি বেঁচে থাকে তার জন্য চেষ্টা করতে হবে। যে পরিমাণ গাছ বৃক্ষরোপন অনুষ্ঠানে লাগানো হয় সেই গাছগুলিকে বাঁচিয়ে রাখতে পারলে একটি নির্দিষ্ট সময়ের পর প্রচুর গাছ আমাদের চারপাশে বেড়ে উঠবে। তাই গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা এবং আগামী দিনে সেগুলি বাজিয়ে রাখার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ