এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বৃক্ষরোপনের বিভিন্ন উপকারী দিক তুলে ধরেন। তিনি বলেন, বহু বছর ধরে বৃক্ষরোপণকে কেন্দ্র করে বিভিন্ন বিদ্যালয়ে এবং সরকারি প্রাঙ্গণে গাছ লাগানো হচ্ছে। কিন্তু সেই অনুযায়ী বৃক্ষ বর্তমানে পরিলক্ষিত হয় না। তার একটাই কারণ বৃক্ষরোপণ উৎসবে বৃক্ষরোপণ করা হলেও পরবর্তী সময়ে সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না। তাই এটি সংকল্প নিতে হবে যে একটি গাছ লাগানোর পাশাপাশি সেই গাছের পরিচর্যা এবং আগামী দিনে যেন গাছটি বেঁচে থাকে তার জন্য চেষ্টা করতে হবে। যে পরিমাণ গাছ বৃক্ষরোপন অনুষ্ঠানে লাগানো হয় সেই গাছগুলিকে বাঁচিয়ে রাখতে পারলে একটি নির্দিষ্ট সময়ের পর প্রচুর গাছ আমাদের চারপাশে বেড়ে উঠবে। তাই গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যা এবং আগামী দিনে সেগুলি বাজিয়ে রাখার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়।
0 মন্তব্যসমূহ