আগরতলা, ২০ জুলাই : রাজধানী আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মদিন। শনিবারের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডা বিশাল কুমার সহ অন্যান্য সরকারি আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং একটি প্রভাতী দৈনিক পত্রিকার উদ্যোগে এ দিনের এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে এসোসিয়েশনের সদস্যরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে শামিল হয়ে ছিলেন।
0 মন্তব্যসমূহ