Advertisement

Responsive Advertisement

শ্রীঅরবিন্দ আশ্রমে গ্রীষ্মকালীন শিবিরের আয়োজন করে লায়ন্স ক্লাব আগরতলা


আগরতলা, ২১ জুলাই: লায়ন্স ক্লাব আগরতলার উদ্যোগে "এক জেলা, এক কার্যকলাপ" শীর্ষক একটি বিশেষ গ্রীষ্মকালীন শিবিরের আয়োজন করা হয়। শ্রী অরবিন্দ আশ্রমে এই শিবিরের আয়োজন করা হয়। অনাথ আশ্রমের আবাসিক এবং স্থানীয় শিশুদের মধ্যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সেই সঙ্গে একটি ক্যারম বোর্ড, দুইটি ফুটবল, 
১৫কেজি আপেল, ৫ কেজি চেরি, ৫০টি কেক, ৫০ প্যাক ফলের রস এবং ৫০টি চকোলেট দেওয়া হয়। এই সামগ্রী গুলি একশ চার জনের মধ্যে বিতরণ করা হয়। এতে ৩৫জন লায়ন সদস্য উপস্থিত ছিলেন। কর্মযোগী পুরষ্কারপ্রাপ্ত কল্যাণ দাশগুপ্ত এই কর্মসূচিকে সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। লায়ন্স ক্লাব আগরতলার পি আর ও তমাল পাল সংবাদ মাধ্যমকে এই কর্মসূচি সম্পর্কে জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ