Advertisement

Responsive Advertisement

সদর শহর অঞ্চল জেলা বিজেপির উদ্যোগ এক পেড় মা কে নাম অনুষ্ঠিত


আগরতলা, ২০ জুলাই: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি পরিবেশ রক্ষার জন্য এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা সকলে মাকে ভালোবাসি তাই মায়ের নামে একটি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন, এর কারণ হচ্ছে আমরা সকলে যেমন মাকে ভালোবাসি তেমনি মায়ের নামের কাজকেও বাঁচিয়ে রাখার জন্য সকলে বিশেষ উদ্যোগ গ্রহণ করব। প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সাড়া দিয়ে এখন দেশব্যাপী মায়ের নামে গাছ লাগানোর কর্মসূচি চলছে। এই কর্মসূচীর অংশ হিসেবে রবিবার প্রদেশ বিজেপির সদর শহর জেলা কমিটির উদ্যোগে "এক পেড় মা কে নাম" কর্মসূচীর আয়োজন করা হয়। ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেসিক ট্রেনিং মাঠ সংলগ্ন দিঘীরপাড় অনুষ্ঠিত হয় এই কর্মসূচী। এতে উপস্থিত ছিলেন সদর সহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচাৰ্য, নেত্রী পাপিয়া দত্ত, আগরতলা পুরো নিগমের দুই কর্পোরেটর সান্তনা সাহা এবং লতা নাথ সহ অন্যান্য নেতৃত্বরা। সেই সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় এলাকার ৮ থেকে ৮০ বয়সের লোকজন। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে সকলে মিলে এই কর্মসূচিতে শামিল হন। এদিনের কর্মসূচি সম্পর্কে প্রদেশ বিজেপি সদস্যরাঞ্চল জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, মার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানানোর জন্য প্রধানমন্ত্রী এই কর্মসূচির হাতে নিয়েছেন। এর ফলে একদিকে যেমন মাকে শ্রদ্ধা জানানো হচ্ছে পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কর্মসূচিতে সকল অংশের মানুষদের অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি। এদিনের এই কর্মসূচির উপলক্ষে স্থানীয় এলাকার মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ