লায়ন্স জেলা ৩২২জি-এর ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর ১ মনোজ ভজনকা এই পদোন্নতি অনুষ্ঠানটি পরিচালনা করেন। ক্লাবের সভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে যথাক্রমে পায়েল সাহা, হ্যালেন দেববর্মা এবং ডঃ পূর্ণিমা দেবনাথকে নিয়োগ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর ডঃ এস.কে. ধর, ত্রিপুরা অঞ্চলের রিজিওন চেয়ারপারসন সুদেষ্ণা ভট্টাচার্য এবং জোন চেয়ারপারসন লায়ন সুমন ভট্টাচার্য সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব।
লায়ন্স ক্লাব অফ আগরতলা ফেমিনা সম্প্রদায়ের মধ্যে সেবা, সহভাগিতা এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানানো হয়। লায়ন্স ক্লাব অফ আগরতলা ফেমিনার সদস্যরা ২০২৫-২৬ সালে অত্যন্ত সুদর্শন এবং অত্যন্ত গতিশীল ভিডিজি আই লায়ন মনোজ ভজনকা এর সাথে সেবামূলক কার্যক্রমের নতুন সূচনা করা হয়েছে। রাজধানীর এমবিবি কলেজ মাঠের সামনে একটি ডায়াবেটিস সনাক্তকরণ শিবিরের আয়োজনও করা হয় যা সকাল ৬.৩০ মিনিটে শুরু হয়েছিল। ডায়াবেটিস সনাক্তকরণের জন্য ১২৭ জন মর্নিং ওয়াকার এবং নিয়মিত ব্যক্তি শিবিরে যোগ দিয়েছিলেন। ২১ জন ক্লাব সদস্য এই শিবিরে উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও তারা এই ধরণের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে। লায়ন্স ক্লাব অফ আগরতলার পক্ষ থেকে তমাল পাল সংবাদ মাধ্যমকে বিষয়টি বিস্তারিত জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ