আগরতলা, ৭ জুলাই: দক্ষিণ বিলোনিয়া থেকে আসামের শিলচর পর্যন্ত একটি ইন্টারসিটি এক্সপ্রেস, যা ছাত্রছাত্রী, রোগী, ব্যবসায়ী সহ সকল সাধারণ মানুষের উপকারে আসবে। উদয়পুরের মাতাবাড়ি থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত একটি শক্তি পীঠ এক্সপ্রেস, যাতে ভক্তরা সহজেই তাঁদের তীর্থযাত্রা সম্পন্ন করতে পারেন। এই দুটি দাবিকে সামনে রেখে সোমবার দক্ষিণ জেলার জেলার জেলা শাসক IAS সাজ্জাদ'র কাছে ডেপুটেশন প্রদান করল অটল ফাউন্ডেশনের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইঞ্জিনিয়ার সুমন পাল। ডেপুটেশন শেষে সুমন পাল জানান, এই দুটি ট্রেন পরিষেবা চালু হলে দুই রাজ্যের মধ্যে যোগাযোগ, ধর্মীয় পর্যটন ও আঞ্চলিক উন্নয়নে নতুন দিগন্ত খুলে যাবে। এই দাবিগুলো পূরণের জন্য তিনি সকলের সমর্থন ও সহযোগিতাই চান। সকলের সমর্থনে এই দাবি গুলি আরও শক্তিশালী হয়ে উঠবে বলে জানান। তিনি আশা ব্যক্ত করেন বিষয়গুলির গুরুত্ব অনধাবন করে প্রশাসন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে।
0 মন্তব্যসমূহ