Advertisement

Responsive Advertisement

সরকারি কাজে বাধা দানকারীদের ছাড়া হবে না : মেয়র



আগরতলা, ১৪ মে : সরকারি জমি ব্যক্তিগত ভাবে ব্যবহার করে উন্নয়নের কাজে বাধা যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আগরতলা পৌরনিগম। বুধবার রাজধানীর অভয়নগর বাজার সংলগ্ন এলাকায় উন্নয়নের কাজে সরকারি জমি দখলকারীদের উচ্ছেদ অভিযানে উপস্থিত থেকে এই কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
রাজধানীর অভয়নগর বাজার সংলগ্ন একটি জলাশয় রয়েছে ।এই জলাশয় টি দীর্ঘ ৫০ থেকে ৬০ বছর ধরে সংস্কার করা হয়নি ।সম্প্রতি আগরতলা পৌরনিগম এই জলাশয় সংস্কারের কাজে হাত দিয়েছে ।কিন্তু এলাকার যোগেশ দেববর্মা নামে এক বাসিন্দা পৌরনিগমের এই কাজে বাধা দান করে। তিনি সরকারি জমি জবরদখল করে রেখে দেন। এর ফলে পুকুরে যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে যোগেশ বাবুকে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ জানানো হয় ।কিন্তু যোগেশ দেববর্মা সংশ্লিষ্ট বিষয়ে আদালতের শরণাপন্ন হন ।সম্প্রতি আদালত যোগেশ দেববর্মার দখল করা জায়গাটি সরকারের জায়গা বলে জানিয়ে দেয়। এরপর বুধবার সংশ্লিষ্ট জায়গার দখল নেয় আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ ।পৌর নিগমের এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার,স্থানীয় কর্পোরেটর হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা। এদিন মেয়র বলেন ,শেষ পর্যন্ত যোগেশ দেববর্মা তার জবরদখল করা সরকারি জায়গা ছেড়ে দিতে রাজি হন ।তাই পৌর নিগম কর্তৃপক্ষ এই জায়গা দখলমুক্ত করে ।তিনি জানান, মানবিক কারণেই যোগেশ বাবুর সেফটি ট্যাংকের যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়টি লক্ষ্য রাখবে নিগম কর্তৃপক্ষ।
এদিন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্পষ্ট ভাষায় জানান ,সরকারি জমি ব্যক্তিগতভাবে ব্যবহার করে উন্নয়নের কাজে যারা বাধা দিচ্ছেন তাদের ছাড়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই উচ্ছেদ অভিযানে আগরতলা পৌরনিগমের নর্থ জোনাল কার্যালয়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিকে সংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘদিন বাদে জট কাটায় খুশি এলাকাবাসীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ