Advertisement

Responsive Advertisement

আগামীতে আরো ভালো হবে বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল : শিক্ষা সচিব



আগরতলা, ১৪ মে : গত বছরের তুলনায় সিবিএসই পরিচালিত বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে মাধ্যমিকে পাশের হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে ।উচ্চ মাধ্যমিক পাশের হার বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ ।বিভিন্ন ঘটন মূলক পরিকল্পনা গ্রহণের ফলেই এই ফলাফল হয়েছে ।বুধবার এক সাংবাদিক সম্মেলন করে শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার এই কথা জানান।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা এন সি শর্মা।
গত বছর সিবিএসই পরিচালিত রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল অনেকটাই হতাশজনক ছিল। এ বছর এর অনেকটাই উন্নতি হয়েছে ।এবছর সিবিএসই পরিচালিত রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলির মাধ্যমিক পরীক্ষায় পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬ শতাংশ।গত বছর এই পাশের হার ছিল ষাট শতাংশ। বুধবার সাংবাদিক সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্রকুমার। এর জন্য সফল ছাত্র ছাত্রী, সংশ্লিষ্ট বিদ্যাজ্যোতি স্কুল গুলির প্রধান শিক্ষক এবং শিক্ষক-শিক্ষিকা সহ অভিভাবকদের অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি। সাংবাদিক সম্মেলনে শিক্ষা সচিব আরো জানান, এবছর ১৫টি বিদ্যাজ্যোতি স্কুলে মাধ্যমিকে পাশের হার ছিল ১৫ শতাংশ ।গত বছর মাত্র একটি স্কুলে পাশের হার ১০০% ছিল ।তিনি আরো জানান ,দশম পরীক্ষায় ৯০% এর উপর ছাত্রছাত্রীদের পাশের হার রয়েছে এমন বিদ্যাজ্যোতি স্কুলের সংখ্যা এ বছর ৬৬ টি।
সাংবাদিক সম্মেলনে শিক্ষা অধিকর্তা এন সি শর্মা জানান, গত বছর সিবিএসই পরিচালিত রাজ্যের বিদ্যা জ্যোতি স্কুল গুলিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল তেমন একটা ভালো হয়নি। এরপর এই হতাশা জনক ফলাফলের কারণ বিশ্লেষণ করে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয় ।গত এক বছর ধরে বিদ্যা জ্যোতি স্কুল গুলিতে এই পরিকল্পনাগুলি সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়। এর ফলেই এই ধরনের ফলাফল হয়েছে। আগামী বছর আরো ভালো ফলাফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাংবাদিক সম্মেলনের শিক্ষা সচিব রাভেল হেমেন্দ্রকুমার জানান ,এবছর এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষায় উদয়পুরের ব্রিলিয়ান্ট স্টার স্কুলের ছাত্রী অনন্যা সেন সর্বাধিক নিরানব্বই দশমিক চার শতাংশ নম্বর পেয়েছে। এরপরেই রয়েছে বিলোনিয়া সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের এক ছাত্র যার প্রাপ্ত নম্বর ৯৯.২%।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ