Advertisement

Responsive Advertisement

সামাজিক মাধ্যমে অপপ্রচার, ধৃত যুবকের হাজতবাস




আগরতলা, ৩ মে : বর্তমান সময়ে একাংশ যুবক যুবতি যাচ্ছেতাই ভাবে সামাজিক মাধ্যমকে ব্যবহার করছে। কুৎসা অপপ্রচার অশ্লীলতা ছড়িয়ে তাদের একমাত্র লক্ষই হচ্ছে দর্শক সংখ্যা বাড়িয়ে রোজগার করা। সামাজিক মাধ্যমে কুৎসা, মানুষের সম্পর্কে অশালীন মন্তব্য এবং বিভিন্ন সাইবার ক্রাইমে যুক্ত থাকার অভিযোগে পশ্চিম আগরতলা থানার পুলিশ শুক্রবার একযুবককে গ্রেফতার করে। ধৃতের নাম আল আমিন ওরফে মিস্টার হোনছ। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েএই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। এদিন তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। তুষার কান্তি আচার্যী নামে এক ব্যক্তি এই আল আমিন এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। মামলা হাতে নিয়েই পুলিশ তদন্তে নেমে ওই যুবককে রাজধানীর জয়পুর এলাকায় তার বাড়ি থেকে আটক করে তাকে। দীর্ঘদিন ধরে সে নানা রকম কুৎসা অপপ্রচার ও অশালীন মন্তব্ব করে যাচ্ছিলো সামাজিক মাধ্যমে। দাবি উঠেছে অভিযুক্তের কঠোর শাস্তির। তবেই সামাজিক মাধ্যমের অপব্যবহার বন্ধ হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ