আগরতলা, ৩ মে : আবারো দুঃসাহসিক চুরিকান্ড শহর আগরতলায়। এবারের ঘটনা রাজধানীর কৃষ্ণনগর সুপারি বাগান এলাকায়। চোরের দল একটি দোকানে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায়। তাছাড়া দোকানের কিছু দামি সামগ্রী নিয়েগেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের নাম সুজিত দে। তার বাড়ির সামনেই উনার দোকান। ক্ষতিগ্রস্ত দোকান মালিক জানান সব মিলিয়ে খাতির পরিমান প্রায় ৫০ হাজার টাকা। চোর বাড়ির ভিতর দিয়ে শুক্রবার রাতের কোনো এক সময় দোকানে প্রবেশ করে বলে অভিযোগ।
শনিবার সকালে তিনি চুরির ঘটনা আঁচ করতে পারেন। যথারীতি খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়। পুলিশ তদন্ত শুরু করলেও এখন পর্যন্ত কাওকে গ্রেপ্তারের খবর নেই। তবে খুব দ্রুত চুরি কান্ডের সুরাহা করতে পারবে বলে পুলিশের আশা।
0 মন্তব্যসমূহ