দীপঙ্কর দেবনাথ, মোহনপুর, ১৭ মে: পাক জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার ও আমাদের সেনাবাহিনীর যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তারই প্রতি সন্মান জানিয়ে শনিবার মোহনপুরে হয় তেরঙ্গা যাত্রা অর্থাৎ র্যালী। এলাকার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের নেতৃত্বে আজ মোহনপুরের তারাপুর চৌমুহনী থেকে শুরু হয় এই র্যালি। দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে সর্ব অংশের জনগনের অংশগ্রহণ ছিল বেশ লক্ষ্যনীয়। মোহনপুরের মোহিনীপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্ত্বর পরিক্রমা করে মোহনপুরের সৎসঙ্গ আশ্রম সংলগ্ন স্থানে এসে শেষ হয় এই মিছিলটি। সেখানে জমায়েত হওয়া মিছিলে অংশগ্রহণকারী লোকজনদের সামনে পাকিস্তানি জঙ্গিবাদ দমনে একাধিক পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ভারত সরকার এবং ভারতের বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আলোচনার মাধ্যমে ধন্যবাদ জানালেন মন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি তিনি আরো বলেন
যে, বর্তমানে আমাদের দেশের সমস্ত অংশের মানুষ বিশ্বাসের সহিত আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর দিকে অগ্রসর হচ্ছে। এবং মোদীজিই দেখিয়ে দিচ্ছেন রাজনীতি রননীতি অর্থনীতি বিদেশনীতি কাকে বলে তিনি সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছেন। আমরা চাই আমাদের দেশের মানুষ সুরক্ষিত থাকুন। এবং দেশ অক্ষুণ্ণ থাকুক। পেছন থেকে কেউ অশান্ত করার চেষ্টা করলে তৎকনাত যোগ্য জবাব দেওয়া হবে ঠিক এভাবেই। যারা দেশে থেকে দেশের খেয়ে পরে সর্বরকম সুযোগ সুবিধা নিয়ে দেশের বিরুদ্ধে কুরুচিপূর্ণ আলোচনা সমালোচনা করছে তাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া প্রয়োজন।
0 মন্তব্যসমূহ