দীপঙ্কর দেবনাথ, মোহনপুর ১৯ মে : ভারত মায়ের বীর সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা করা হয় রবিবার ২ নং মোহনপুর বিধানসভার মোহনপুর পুর পরিষদ প্রাঙ্গণ থেকে মোহনপুর বাজার পর্যন্ত।এই রেলিটির নেতৃত্বে ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এছাড়াও উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপারসন অনিতা দেবনাথ সহ হাজারো জনগন ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে এই তিরঙ্গা যাত্রায়।এই সমাজ মন্ত্রী রতন লাল নাথ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন আমাদের শক্তি কি পাকিস্তান টের পেয়ে গিয়েছে আর বাংলাদেশকে আমরা কোনো শক্তিই মনে করি না পাশাপাশি তিনি জানান আমাদের পরমাণু নীতি রয়েছে তবে আমাদের পরমাণু নীতি ধ্বংসের জন্য না উন্নয়নের জন্য,আমাদের পলিসি আছে যা বিশ্বের বহু দেশের নেই,আমাদের শক্তি উন্নয়নের স্বার্থে ব্যাবহার করি আক্রমণ করার স্বার্থে না,গোটা বিশ্বে এমন কোনো নজির নেই যে ভারত কারো উপর আক্রমণ করেছে,কোনো দেশ ,বা অঞ্চলকে দখল করেছে।আমরা পঞ্চশীল নীতিতে বিশ্বাসী।আগামীদিনে আমাদের অর্থ নীতি আরো এগিয়ে যাবে। পহেলগ্রাম হামলার জবাবে ভারতের অপারেশন সিঁদুর গোটা বিশ্বকে ভারতের এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কি শক্তি তা দেখিয়ে দিয়েছে।আজকের এই তিরঙ্গা যাত্রায় ভারত মাতার বীর সৈন্যদের শ্রদ্ধা জানাতে এলাকার দল মত নির্বিশেষে জনগনের উপস্থিতির হার ছিল লক্ষ্যণীয়।
0 মন্তব্যসমূহ