২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত প্রি খারীফ ক্যাম্পেইন চলবে রাজ্য জুড়ে
মে ১৯, ২০২৫
আগরতলা, ১৯ মে: কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান সারা দেশের প্রত্যেক রাজ্যের কৃষি মন্ত্রীদের সাথে ভার্চুয়াল মিটিং করেন। সারা দেশে প্রত্যেক রাজ্যে ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত প্রি খারীফ ক্যাম্পেইন এর জন্য বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করতে যাচ্ছে। এর উদ্যেশ্য হলো, খারিফ ফসলের সময় আরো ব্যাপক ভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য ব্যাপক প্রচার। কৃষকদের আয় বাড়ানো, কৃষকদের আয় কিভাবে বাড়তে পারে তারজন্য প্রচার। সারা দেশের খাদ্য ভান্ডার বৃদ্ধি করা। ফুড সিকিউরিটি নিশ্চিত করা। চাষাবাদের খরচ কমানো। কোন বীজ লাগানো ঠিক হবে, কোন সার ব্যবহার করা দরকার এবং কি পরিমান ব্যবহার করা দরকার। কৃষকদের বক্তব্য শুনে তাদের পরামর্শ কিভাবে কাজে লাগানো যায় তারজন্য কৃষি বিজ্ঞানীদের সাথে আলোচনা। এফ পি ও, এফ পি সি, এস এইচ জি'দের ভূমিকা কি হওয়া উচিত এটা নিয়ে আলোচনা। কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প এইগুলি কৃষকদের মাযে ব্যাপক প্রচার করা। এইজন্য এই কৃষি সংকল্প অভিযান। প্রত্যেক রাজ্যে রাজ্যে স্টেট লেভেল নোডাল অফিসার বানানো, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার বানানো, প্রত্যেক ডিস্ট্রিক্ট এর জন্য একটি কমিটি বানানো। সেখানে কে ভি কে এর কৃষি বিজ্ঞানীরা থাকবে। আই সি এ আর এর কৃষি বিজ্ঞানীরা থাকবে। কৃষি দপ্তরের লোক থাকবে, হটি দপ্তরের লোক থাকবে, এ আর ডি ডি, মৎস্য দপ্তরের লোক থাকবে এবং প্রত্যেক ডিস্ট্রিক্ট এ তিনটা করে কমিটি হবে। প্রত্যেক কমিটি এই ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত প্রতিদিন তিনটি কমিটি প্রত্যেকে ২০০ কৃষকদের সঙ্গে এইবিষয়ে আলোচনা করবে। এই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিও কনফারেন্স।
এই ভার্চুয়াল আলোচনায় কৃষি মন্ত্রী রতন লাল নাথ বলেন আমরা স্টেট লেভেল নোডাল অফিসার বানিয়েছি আমাদের কাজ শেষ, ডিস্ট্রিক্ট লেভেল নোডাল অফিসার বানিয়েছি এবং প্রত্যেক ডিস্ট্রিক্ট এর জন্য তিনটা করে কমিটিও বানানো হয়ে গেছে। প্রত্যেক কমিটিতে কে ভি কে এবং আই সি এ আর এর প্রতিনিধিরাও থাকবেন এবং প্রতিটা টীম তিনটা করে গ্রাম কভার করবে এবং এই কদিনে ৮৬৪ টি Gram পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি আমরা কভার করবো। এই প্রচারের জন্য ২৪ টি কৃষি রথ সাজানো হবে। সেখানে কেন্দ্রীয় প্রকল্প, রাজ্য প্রকল্প ও বিভিন্ন প্রকল্পের কথা লেখা থাকবে। এই কয়দিনে আমরা ১,৭২,০০০ কৃষকদের সাথে সম্পর্ক গড়ার পরিকল্পনা নিয়েছি। এই আলোচনার বিষয়বস্তু কৃষকদের সাথে থাকবে সয়েল হেলথ ক্যাম্পেইন এবং মডার্ন এগ্রিকালচারাল প্রাকটিস ফর খারীফ ক্রপ, ন্যাচারাল ফ্রর্মিং, ফিশ কালচার, অফ সিজন ভেজিটেবলে ফার্মিং, ইন্টেগেটেড ফার্মিং সিস্টেম, মোবাইল সয়েল টেস্টিং এবং এই জন্য আমরা ২,০০,০০০ লিফলেট বিলি করবো। এই বিষয়গুলি নিয়ে আগামী ২৪ মে আমরা আরেকটা মিটিং করতে যাচ্ছি যেখানে সংশ্লিষ্ট দপ্তরগুলি সব যুক্ত থাকবে। ভার্চুয়াল মিটিং এ মন্ত্রী বলেন যে ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম সারা দেশ ব্যাপী খরিফ ফসলের জন্য এইরকম প্রচার অতীতে কোনোদিন দেখা যাই নি। এটা প্রমাণিত যে মোদীজি অন্নদাতা কৃষকদের উন্নয়নে সকল রকম প্রচেষ্টা জারি রেখেছেন। ভার্চুয়াল মিটিং এ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী এবং উনার সচিব সহ কেন্দ্রের টীম ছিলেন এবং তৎসঙ্গে রাজ্যের কৃষি মন্ত্রীর সাথে ছিলেন কে ভি কে, আই সি এ আর এবং কৃষি এবং হর্টি দপ্তরের ডিরেক্টর।
0 মন্তব্যসমূহ