আগরতলা, ২১ মে: রাজ্যের বেকাররা বর্তমান সরকারের উপর আস্থা রেখে চলেছে, তারা জানে বর্তমান স্বচ্ছতার সঙ্গে সরকারি চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করছে। তাই তারা সরকারের কাজে সন্তুষ্ট এবং সরকারের পাশে রয়েছে। তাদের কোন সমস্যা নেই, সমস্যায় রয়েছে কিছু স্বার্থন্বেষী মানুষ। তারা রাজ্যের বেকারদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে তারা বেকারদের বিভ্রান্ত করতে পারবে না, এই অভিমত রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার। বুধবার আগরতলায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তরফে বেকারদের কর্মসংস্থান ইস্যুতে সাংবাদিকদের তরফে জিজ্ঞাসা করা হলে এই অভিমত ব্যক্ত করেন তিনি। পাশাপাশি এদিন সাংবাদিকদের তরফে অবৈধ রোহিঙ্গা এবং বাংলাদেশিদের অনুপ্রবেশ, এই সকল অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করছে এই বিষয়ে জানতে চাওয়া হলে, মুখ্যমন্ত্রী বলেন- সব ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের অনুপ্রবেশ আটকানোর জন্য সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। যদি কোন অবৈধ অনুপ্রবেশকারীদের কে রাজ্যে আটক করা হয় তাহলে সরকারি আইন অনুসারে তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।
0 মন্তব্যসমূহ