Advertisement

Responsive Advertisement

বিজেপির প্রতিষ্ঠা দিবস ঘিরে পুর নিগমের ৩৬ নং ওয়ার্ডে জলসত্র



আগরতলা, ৯ এপ্রিল : বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যব্যপী বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হচ্ছে। তারেই অঙ্গ হিসাবে আগরতলা পুর নিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এই তীব্র গরমের মধ্যে পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় জল এবং তরমুজ বিতরণ করা হয়। তাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ৭ রামনগর মন্ডল। উপস্থিত ছিলেন মেয়র তথা এলাকার বিধায়ক দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য, কাউন্সিলর নিতু দে সহ অন্যান্যরা। এই কর্মসূচি ঘিরে স্থানীয় কার্যকর্তাদের মধ্যে ভালো সাড়া পরিলক্ষিত হয়। তৃষ্ণার্ত মানুষজন তাতে খুশি হন। মেয়র জানান, দলের প্রতিষ্ঠা দিবস হিসাবে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সারা রাজ্যেই সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। গত বছরেও এরকম তীব্র দাবদাহে বিভিন্ন জায়গায় জলসত্রের আয়োজন করা হয়েছিল। এই ধরণের সামাজিক কাজের প্রশংসা করেন সাধারণ মানুষ। উল্লেখ্য, ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত হয় সারা দেশে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ