Advertisement

Responsive Advertisement

বিশালগড় কৃষি মহাকুমার উদ্যোগে মৌমাছি পালন বিষয়ক ফার্ম স্কুলের সূচনা


আগরতলা, ৯ এপ্রিল : রাজ্যের গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি করা এবং মৌমাছি পালনের মধ্য দিয়ে মধু উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য দক্ষ জনবল তৈরি করার লক্ষ্যকে সামনে রেখে সিপাহীজলা জেলার বিশালগড় ব্লকে মুড়াবাড়ি এলাকায় মৌমাছি পালন মধু উৎপাদন বিষয়ক একটি ফার্ম স্কুল বা খামার বিদ্যালয় চালু করা হয়েছে। বিশালগড় মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের অফিসের উদ্যোগে এটি চালু করা হয়।
কারিগরি অধিবেশনের আগে, অংশগ্রহণকারীদের খামার বিদ্যালয় চালু আগে এর ভূমিকা সম্পর্কে স্থানীয় এলাকার মানুষদের এই বিষয়ে অবহিত করা হয়েছিল। ছবিরঞ্জন দাস এবং রুবি ভৌমিক কারিগরি কর্মসূচিতে প্রগ্রেসিভ ফার্মার বা  প্রগতিশীল মৌমাছি পালক হিসাবে নির্বাচিত ছিলেন। মধু উৎপাদন ও মৌমাছি পালান খামার স্কুলের প্রগতিশীল মৌমাছি পালক রুবি ভৌমিক দাস ২০২৩ সালে শুরু করা মৌমাছি পালনের অভিজ্ঞতা ভাগ করে নেন উপস্থিত মানুষের সঙ্গে এবং দীর্ঘ দিনের মৌমাছি পালক ও প্রশিক্ষক ছবিরঞ্জন দাস হাতে-কলমে প্রদর্শন করেন নানা বিষয়, যা অংশগ্রহণকারীদের মৌমাছি পালনে আরও উৎসাহিত করে। কারণ এটি তাদের জীবিকা নির্বাহ করার উপায় হতে পারে এবং প্রাকৃতিক উপাদান ও রাসায়নিক মুক্ত হওয়ার কারণে বাজারে দেশীয় মধু ভালো চাহিদা রয়েছে। মোট ২৮ জন অংশগ্রহণকারী এই কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন। এই বছর এম আই ডি এইচ প্রকল্পের অধীনে আগ্রহী চাষীদের মধ্যে মৌমাছির বাক্স মৌমাছির কলোনী প্রদান করা হয়। এই প্রকল্প রূপায়ণে সহযোগিতা করেছে বাগমা এগ্রি প্রোডিউসার কোম্পানি লিমিটেডর সুদীপ মজুমদার। খামার বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত ছিলেন জেলা উপ অধিকর্তা উদ্যান বিভাগ সঞ্জিত দেববর্মা, কৃষি তত্ত্বাবধায়ক বিশালগড় হিমানিশ লস্কর, সহকারী অধিকর্তা মনীষা দাস ও লিপি দাস, ত্রিপুরা কৃষি মহাবিদ্যালয়'র অধ্যাপক ড: অভিজিৎ সাহা, ড: রঞ্জনা প্রসাদ মহোদয়া, পশ্চিমবঙ্গের কৃষি বিভাগের আধিকারিক ড : তথাগত নাথ, সেক্টর অফিসার বিশালগড়, সার্কেল ইনচার্জ, এগ্রী অ্যাসিস্ট্যান্ট গণ , আত্মা প্রকল্পের বিশালগড় ব্লকের অধীনে ব্লক কারিগরি ব্যবস্থাপকরা।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ