Advertisement

Responsive Advertisement

এক দেশ এক নির্বাচন'কে সামনে রেখে বাগমায় আয়োজিত কর্মসূচিতে শামিল মিমি মজুমদার


আগরতলা, ১৯ এপ্রিল: "এক দেশ এক নির্বাচন" এর সুবিধা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দেশ ব্যাপী প্রচার অভিযান চালাচ্ছে বিজেপি এবং তাদের বিভিন্ন শাখা সংগঠনগুলো। সারা দেশের সঙ্গে রাজ্যেও এই কর্মসূচি চলছে। অন্যান্য সংগঠনের পাশাপাশি ত্রিপুরা প্রদেশ মহিলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে জোর কদমে এই কর্মসূচি চলছে। এই কর্মসূচিকে ১০০শতাংশ সফল করে তুলার লক্ষ্যে কাজ করে চলছেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। 
রবিবার সিপাহীজলার জেলার অন্তর্গত বাগমা মন্ডলের এগ্রিকালচার চৌমুহনীর ১৮নং শক্তি কেন্দ্রের উদ্যোগে এক দেশ, এক নির্বাচন'কে সামনে রেখে মত বিনিময় সভার আয়োজন করা হয়। এখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিমি মজুমদার। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্ষব্যাপী বিভিন্ন নির্বাচন প্রক্রিয়ার ফলে ব্যহত হয় উন্নয়ন কর্ম, অপচয় হয় অর্থ এবং বিঘ্নিত হয় আম জনতার স্বাভাবিক জীবন ছন্দ। তাই সকলকে আহ্বান জানান এক দেশ এক নির্বাচন কর্মসূচিকে সমর্থন জানানোর জন্য। এদিনের এই কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 
 পাশাপাশি এদিন তিনি উদয়পুরে গিয়ে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা দেন এবং রাজ্যবাসীর কল্যাণে প্রার্থনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ