দীপঙ্কর দেবনাথ, মোহনপুর, ২০ এপ্রিল: সিমনা বিধানসভার ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের নন্দলাল দাস পাড়া। এই পাড়াটি সীমান্তের তারকাটা সংলগ্ন। প্রতি বছরই এই নন্দলাল দাস পাড়াতে বাংলাদেশী চোরেদের তাণ্ডব চলে বছরে দুই তিনবার। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় গ্রামবাসীরা তটস্থ হয়ে থাকে। সীমান্ত প্রহরায় সীমান্ত রক্ষী বাহিনী থাকলেও বাংলাদেশী চোরেদের তারকাটা কেটে এপারে আসা যাওয়ার কোন ব্যাঘাত ঘটছে না। ২০ এপ্রিল সকালে গ্রামের সবজি খেতে এক কৃষক যাওয়ার সময় দেখতে পায় তিনজন অপরিচিত লোক সবজি ক্ষেতের জঙ্গলের পাশে বসে রয়েছে। সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা একত্রিত হয়ে সবজি ক্ষেত সহ জঙ্গলকে ঘেরাও করে। খবর দেওয়া হয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের। গ্রামবাসীদের ঘেরাওয়ে তিনজন বাংলাদেশী চোর আটক হয়। এরমধ্যে এক চোর গ্রামবাসীদের হাত থেকে ছুটে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সামনে দিয়েই তারকাটা ডিঙ্গিয়ে ওপারে চলে যায়। বাকি দুজনকে কিছু উত্তম মধ্যম দিয়ে সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দেয় গ্রামবাসীরা। তাদের হাতের দা, তারকাটা কাটার কাটার মেশিন সহ অন্যান্য সরঞ্জাম ছিল। গ্রামবাসীরা জানায় বছরে নয় মাসেই গ্রামে বিদ্যুৎ থাকে না যার ফলে বাংলাদেশী চোরেরা রাতের অন্ধকারে তারকাটা কেটে গ্রামে ঢুকে গবাদি পশু সহ অন্যান্য জিনিস চুরি করে নিয়ে যায়।
0 মন্তব্যসমূহ