দীপঙ্কর দেবনাথ, মোহনপুর, ২০ এপ্রিল: সিমনা বিধানসভার কৃষ্ণপুর চা বাগান সংলগ্ন অভিরাম টিলার এক গৃহবধূ গায়ত্রী মুন্ডা এবং একই বিধানসভার সুন্দর টিলা স্কুল সংলগ্ন আদিবাসী পাড়ার এক যুবক সাজু সাঁওতালকে ঝুলন্ত অবস্থায় আজ সকালে দেখতে পায় পথ চলতি নাগরিকরা। মুহূর্তেই গোটা এলাকায় এই খবর ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আসে সুন্দর টিলা পুলিশ ফাঁড়ি সিধাই থানার আরক্ষা কর্মীরা। গায়ত্রী মুন্ডার স্বামী গোপেশ মুন্ডা জানান তিন বছর হয়েছে তাদের সংসার, একটি ছোট মেয়েও রয়েছে, কথার কথা বলতে গিয়ে তিনি বলেন, কোনো ঝামেলা ছিল না তাদের পরিবারে। কিন্তু কি কারনে ওর স্ত্রী মারা গেল সে বুঝতে পারছে না। তার স্ত্রীর সাথে ঝুলে পড়া ছেলেটিকেও সে চেনে না বলে জানায়। এদিকে এলাকাবাসী থেকে গুঞ্জন শোনা যাচ্ছে সাজু সাঁওতাল এর সাথে গায়ত্রী মুন্ডার লুকিয়ে প্রেম চলছিল। সম্পর্কে তারা বেয়াই বেয়াইন। গতকাল রাত বারোটায় ছেলেটি বাড়ি থেকে বাইক নিয়ে বের হয়। খুব সম্ভবত তারপরই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এমত ঘটনা মেনে নিতে অনিচ্ছুক থাকার ই কথা দুই পরিবারের।যাইহোক প্রেম ভালবাসা মানেই তো হচ্ছে একটা পবিত্র শব্দ। এটাকে নানাহ ভাবে কালিমালিপ্ত করা হচ্ছে আজকাল। চার অক্ষরের প্রেম ভালবাসার অনেক মাহিত্য রয়েছে। কিন্তু বর্তমান সমাজে সেই মাহিত্যের প্রভাব একটু ভিন্ন রকম। চারিদিকে লোভ লালসার প্রভাব টা যেনো একটু বেশিই। মানা হচ্ছে না সমাজ। মানা হচ্ছে না নিকট আত্মীয় স্বজন। আর এর জন্য খেসারত দিতে হচ্ছে স্বচ্ছ সুষ্ঠু সমাজের অনান্য মানষদের। বিয়ে করা সত্বেও গোপন প্রেমকাহিনী। কোনো কোনো যুবক যুবতীরা প্রেম করছে পাল্টে পাল্টে। কিছুদিন পর-পরই পাল্টাছে প্রেমিক প্রেমিকা।
0 মন্তব্যসমূহ