Advertisement

Responsive Advertisement

উন্নয়নমূলক কাজে বাঁধা দিচ্ছে দুষ্টচক্র যদিও কাজ বন্ধ থাকবে না : মেয়র


আগরতলা, ১৮ এপ্রিল : কিছু লোক উন্নয়নের কাজে বাধা দিচ্ছে। এটা একটা চক্রান্ত। স্পস্টতই বললেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরের বিভিন্ন জায়গায় স্মার্ট সিটি প্রকল্পে চলছে কভার ড্রেন নির্মাণের কাজ। কিছু কিছু ক্ষেত্রে এই কভার ড্রেন নির্মাণের কাজে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে পুর নিগম কতৃপক্ষকে। শুক্রবার এমনই কাজে গিয়ে রামনগর ২ নং রাস্তার সামনে বাধার মুখে পড়তে হয় নিগম কতৃপক্ষকে। ঘটনাস্থলে ছুটে যান মেয়রসহ পুর নিগমের কমিশনার ড. বিশাল কুমার ও অন্যান্য আধিকারিকরা। মেয়র বাধা দানকারী ওই দোকান মালিকের সঙ্গে কথা বললেও সমস্যার সমাধান হয়নি। ওই দোকান মালিক আদালতে যাওয়ার কথা বলেন। এদিকে মেয়র জানান, উন্নয়নমূলক কাজ চলবে। কভার ড্রেন নির্মাণের কাজ বন্ধ থাকবে না। বরং কাজে বাধাদানকারী যে বিল্ডিং তুলেছেন সেই বিল্ডিং সমস্ত নিয়ম মেনে হয়েছে কিনা তা খতিয়ে দেখবে পুর নিগম। একটি দুষ্ট চক্র চক্রান্ত করে উন্নয়নমূলক কাজে বাঁধা দিচ্ছে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ