আগরতলা, ১৮ এপ্রিল: সংগঠনকে আরো মজবুত এবং অন্তিম ব্যক্তির কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলছে ত্রিপুরা প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। এই কাজের জন্য তিনি উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে ধলাই প্রতিটি জেলার প্রান্তরে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন। জাতি জনজাতি পিছিয়ে পড়া অংশের মানুষের সঙ্গে কথা বলে একদিকে যেমন সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়গুলো তুলে ধরছেন তেমনি দলের চিন্তাভাবনা নীতি আদর্শ মানুষের প্রতি কর্তব্য ইত্যাদি বিষয়গুলো তুলে ধরছেন। আর এই কাজের ফলে বিজেপির প্রতি অনুপ্রাণিত হয়ে নতুন নতুন মানুষ দলে সামিল হচ্ছেন। এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার তিনি সিপাহীজলা জেলার অন্তর্গত টাকারজলা মন্ডলে যান। সেখানে সাংগঠনিক কাজের পাশাপাশি জনজাতি ভাই-বোনেদের সাথে বেশ কিছু সময় কাটান। এভাবে একজন শহরের মানুষ প্রত্যন্ত গ্রামীন এলাকায় বসবাসরত মানুষের সঙ্গে এত আন্তরিকভাবে নিশ্চয় দেখে তারা খুশি ব্যক্ত করে। জনজাতি মানুষের মানুষের সঙ্গে সময় কাটান। সব শেষে তারা নেত্রীকে সঙ্গে নিয়ে একটি ছবিও তোলেন।
0 মন্তব্যসমূহ