Advertisement

Responsive Advertisement

পাস করা আর চাকরি পাওয়া এক নয়, তাই প্রধানমন্ত্রী স্কিল ইন্ডিয়ার ডাক দিয়েছিলেন : মন্ত্রী রতন


দীপঙ্কর দেবনাথ, মোহনপুর, ১১ এপ্রিল: ছেলে মেয়েদের মেধা রয়েছে। সেই মেধাকে বিকশিত করতে হবে। আমাদের প্রত্যেকের বিভিন্ন বিষয়ে বিভিন্ন দক্ষতা রয়েছে। সেই দক্ষতাকে বৃদ্ধি করা প্রয়োজন বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে। সেজন্য স্কিল ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। আজ মেগা স্কিল অ্যাওয়ারনেস এন্ড প্লেসমেন্ট ড্রাইভ অনুষ্ঠান আজ পরিচালিত হয় মোহনপুর  সেল্টার হাউসে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এই কথাগুলি তুলে ধরলেন বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক বিশাল কুমার ও মোহনপুর মহকুমা শাসক শুভাশিস দত্ত মোহনপুর পৌর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব সহ অনান্যরা। পাশাপাশি উপস্থিত ছিলেন মোহনপুর সিমনা বামুটিয়া বিধানসভা থেকে বহু বেকার যুবক-যুবতী। এখানে প্রায় পাঁচশত যুবক-যুবতী হোটেল ম্যানেজমেন্ট আবার যেমন সেলাই কাজ-বিউটি পার্লারের কাজ - রাজমিস্ত্রিরি একাধিক গ্রুপে ট্রেনিং নেবে। এবং বিভিন্ন গ্রুপ থেকে এদের যথেষ্ট পরিমাণ যত্ন সহকার ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং শেষে মিলবে একেকজনের একটি করে সার্টিফিকেট। সেই সার্টিফিকেটের ভিত্তিতেই আগামী দিনের সরকার এবং কোম্পানিগুলি গুরুত্ব দেবে ছেলে মেয়েদের কাজের ক্ষেত্রে। এদিনের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে মন্ত্রী রতন লাল নাথ বক্তব্য দিতে গিয়ে আরো বলেন যে, হাসপাতাল স্কুল কলেজ বিভিন্ন অফিস কাচারি সরকারের পক্ষ থেকে সব জায়গায়ই মনের করা হচ্ছে। সেগুলিকে সঠিকভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ