Advertisement

Responsive Advertisement

কর্পোরেটরের উদ্যোগে চৈত্র সেলে ক্ষুদ্র ব্যবসায়ীদের ফল মিষ্টি ও পানীয় বিতরণ



আগরতলা, ১২ এপ্রিল : রাজধানী আগরতলার চৈত্র মেলায় অংশগ্রহণকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের মিষ্টি, ফল এবং ঠান্ডা পানীয় বিতরণ করল আগরতলা পুর নিগমের ২০নম্বর ওয়ার্ডের কর্পুরেটর রত্না দত্ত। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।
আগরতলা পুরনিগমের উদ্যোগে আয়োজিত চরিত্র মেলায় কাউকেই টাকার বিনিময়ে জায়গা দেওয়া হয়নি। এই ধরনের প্রচার শুনে থাকলেও কোন অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে পাননি বলে জানান আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। রবিবার রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এবং শকুন্তলা রোড এলাকায় চৈত্র মেলায় অংশগ্রহণকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ফল, মিষ্টি এবং ঠান্ডা পানীয় বিতরণের উদ্যোগ গ্রহণ করে আগরতলা পৌর নিগমের কুড়ি নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন কর্পোরেটর রত্না দত্ত, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও অন্যান্যরা ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে ফল, মিষ্টি এবং ঠান্ডা পানীয় তুলে দেন। এই প্রসঙ্গে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, প্রতি বছরের মত এবারও রাজধানীর শকুন্তলা রোড এবং ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের নিয়ে চৈত্র সেলের আয়োজন করেছে আগরতলা পুরনিগম। লটারির মাধ্যমে প্রায় ৪০০ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে সংশ্লিষ্ট স্থানে ১থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ব্যবসা করার জন্য বিনামূল্যে জায়গা দেওয়া হয়েছে। কারোর কাছ থেকেই এর জন্য কোন পয়সা নেওয়া হয়নি ।বিভিন্ন মাধ্যমে প্রচার চলছে টাকার বিনিময়ে জায়গা দেওয়া হয়েছে।এই প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে মেয়র বলেন, তিনি একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর সাথে কথা বলেছেন ।তারা এই টাকা সংক্রান্ত ঘটনা অস্বীকার করেছেন ।মেয়র আরো জানান ,ক্ষুদ্র ব্যবসায়ীরা তাকে জানিয়েছেন ,সুন্দরভাবে ব্যবসা চলছে এবং ভালো ব্যবসা হচ্ছে। এদিন কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্তের এই ধরনের সামাজিক প্রয়াসের প্রশংসা করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
এদিকে ২০ নম্বর ওয়ার্ডের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানান ওরিয়েন্ট চৌমুহনী এবং শকুন্তলা রোড এলাকার চৈত্র সেলে অংশগ্রহণকারী ক্ষুদ্র ব্যবসায়ীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ