অদ্ভূত এই পাহাড়ের নাম কাবারিয়া পাহাড়। যার প্রতিটা পাথরে ভিন্ন ভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের আওয়াজ পাওয়া যায়, অবস্থান ভারতের বৈচিত্র্যের পীঠস্থান - মধ্যপ্রদেশে, ইন্দোরের খুবই কাছে।
মধ্যপ্রদেশ এমনিতেই এইসব অদ্ভূত ও অবাক করা জায়গার জন্য প্রসিদ্ধ, মধ্যপ্রদেশে ঘুরতে ঘুরতে আমরা এরকমই একটা জায়গার সন্ধান পেয়েছিলাম, যে জায়গাটিতে পৌঁছোতে আমাদের যথেষ্ট বেগ পেতে হয়েছিল, কিন্তু যার আমরাও কিছুটা হয়তো দায়ী ছিলাম, কিন্তু আমার Details অনুযায়ি যদি আপনারা আসেন তাহলে এখানে আসার জন্য বিশেষ কোনো সমস্যা আপনাদের হবে না, সেই সব ডিটেলস আমি পরেও পোস্টে বিস্তারিত ভাবে দিয়ে দেবো।
এখন আসি জায়গাটি নিয়ে, এই কাবারিয়া পাহাড়ের মতো পাহাড় আপনারা গোটা ভারতে খুঁজলে আর একটিও পাবেন না, আমাদের দেশ কেনো গোটা পৃথিবীতে এরকম এক থেকে দুটি জায়গায় এরকম পাহাড় দেখা যায়, প্রথমবার কেউ যদি এই পাহাড়টিকে এক ঝলক দেখে থাকেন তাহলে তার মনেই হবে এগুলো সব মানুষের তৈরি, কিন্তু না এগুলো একবারে প্রাকৃতিক উপায়ে তৈরি, যার পেছনে বিভিন্ন ভৌগোলিক কারণ আছে, যার সঠিক কারণ এখনো কারো পক্ষে নির্ণয় করা সম্ভব হয়নি, তাই আমি বলবো আপনাদের একবারের জন্য হলেও এই জায়গাটিতে আসা উচিত, সামনে থেকে একটা বিরল জিনিস দেখার অভিজ্ঞতাই আলাদা।
0 মন্তব্যসমূহ