Advertisement

Responsive Advertisement

রাজস্থানের বিখ্যাত পুতুল নাচের প্রশিক্ষণ শিবির শুরু হল তালতলায়


আগরতলা, ৭ মার্চ : বৈচিত্রের মধ্যে ঐক্যের দেশ ভারতবর্ষ। এই দেশের এক অঞ্চলের সংস্কৃতি আরেক অঞ্চল থেকে সম্পূর্ণ ভিন্ন, তাই এখন চলে সংস্কৃতিকে অন্য অঞ্চলের সঙ্গে আদান প্রদান করে বৈচিত্রের এই ঐক্যকে মজবুত করা হয়। রাজস্থানের পুতুল নাচ সারা দেশ এমনকি বিদেশেও ব্যাপক জনপ্রিয়। ত্রিপুরার পর্যটন শিল্পকে উন্নয়নের লক্ষ্যে এবার রাজস্থানের এই জনপ্রিয় পুতুল নাচকে নিয়ে এলো পশ্চিম জেলা প্রশাসন। সাম্প্রতিক সময়ে পশ্চিম জেলার বামুটিয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রাকৃতিক পরিবেশে রিসোর্টসহ অবকাশ যাপনের জায়গা গড়ে উঠছে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে বামুটিয়া ব্লকের অন্তর্গত তালতলা গ্রাম পঞ্চায়েত অফিসে ২৫ দিনব্যাপী রাজস্থানী পুতুল তৈরি এবং পুতুল নাচ শেখানোর প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। 
শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শিবিরের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন, পশ্চিম জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও কালেক্টর দেবদাস দেববর্মা, বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ, বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন। শিবিরে ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে মোট ৩০ জন মহিলাকে ২৫ দিন ব্যাপী পুতুল তৈরি এবং পুতুল নাচের প্রশিক্ষণ দেওয়ার জন্য সুদূর রাজস্থানের জয়পুর শহর থেকে একজন পুরুষ এবং দুজন মহিলা প্রশিক্ষক শিল্পীকে নিয়ে আসা হয়েছে। 
এই প্রশিক্ষণ শিবির সম্পর্কে পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক মেঘা জৈন বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় মেলা এবং নানা কর্মসূচিতে পুতুল নাচ অনুষ্ঠিত হয়ে থাকে। এই সকল পুতুল নাচের অনুষ্ঠানে অন্যান্য জায়গা থেকে শিল্পীদের নিয়ে আসা হয়। তাই আশা করা যাচ্ছে স্থানীয় মহিলারা পুতুল তৈরি এবং পুতুল নাচ প্রশিক্ষণ নিয়ে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে কাজে লাগাবেন। সেইসঙ্গে তিনি আরো বলেন। বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বামুটিয়া এলাকায় নতুন নতুন রিসোর্ট গড়ে উঠছে। এগুলোতে পুতুল নাচ দেখে মহিলারা আয় করতে পারবেন। পাশাপাশি মেলাতেও এই পুতুলগুলো বিক্রি করতে পারবেন বলেও জানান। 
বামুটিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ, বলেন স্থানীয় মহিলা পুতুল তৈরি এবং পুতুল নাচের প্রশিক্ষণ নিলে বিভিন্ন এলাকায় নিয়মিত ভাবে পুতুল নাচ দেখিয়ে অর্থ উপার্জন করতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন দেশের মহিলারা আর্থিক ভাবে স্বাবলম্বী যেন হয়, প্রধানমন্ত্রীর এই ভাবনাকে কাজে লাগিয়ে ত্রিপুরা রাজ্যের সরকার ও মহিলাদেরকে আর্থিক ভাবে স্বাবলম্বী করে তোলার জন্য নানা উদ্যোগ গ্রহণ করছে বলে জানান তিনি।  
রাজস্থান থেকে আসা শিল্পী প্রশিক্ষক মনোজ ভাট বলেন, ২৫ দিনের এই প্রশিক্ষণ শিবিরে কাঠ দিয়ে পুতুল তৈরি করা থেকে শুরু করে এগুলির রং করা সাজানো এবং নাচানো শেখানো হবে। মহিলারা ভালোভাবে প্রশিক্ষণ নিলে তারাও পরবর্তী সময় পুতুল নাচ দেখাতে পারবেন এমনকি প্রশিক্ষণ দিতে পারবেন অন্যদেরকে। এই প্রশিক্ষনকে নিয়ে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। প্রতিদিন দুই ঘণ্টা করে প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু মহিলাদের তরফে দাবি জানানো হয় তাদেরকে যেন প্রতিদিন ৩ ঘন্টা করে শেখানো হয়, প্রশিক্ষকরা তাদের দাবি মেনে তিন ঘন্টা করে শেখাবেন বলে জানিয়েছেন। আগামী দিনে অন্যান্য ব্লকেও এ ধরনের কর্মসূচির আয়োজন করা হবে বলে পশ্চিম জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। ত্রিপুরা গ্রামীণ লাইভলি হোড মিশন তথা টি আর এল এম এর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ