Advertisement

Responsive Advertisement

মহাকুম্ভে পবিত্র স্নান করে রাজ্যের সমৃদ্ধি কামনা করলেন মুখ্যমন্ত্রী


আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সেই সঙ্গে আধ্যাত্মিক ও ভাবগম্ভীর পরিবেশে নিজেকে নিমজ্জিত করে ত্রিপুরা রাজ্যের সকল পরিবারের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী। 
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, মহাকুম্ভ উপলক্ষে আজ প্রয়াগরাজ তীর্থে পৌঁছে পবিত্র ত্রিবেণী সঙ্গমে পূণ্যস্নানে সামিল হই। এক ঐশ্বরিক শক্তি ও আধ্যাত্মিক পরিবেশের মধ্যে প্রতিটি মুহূর্ত এক একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হিসেবে অনুভূত হয়েছে। আমি ত্রিপুরার মানুষের মঙ্গল, অগ্রগতি ও সুস্বাস্থ্যের জন্য গঙ্গা মায়ের কাছে প্রার্থনা করেছি। 
উল্লেখ্য, মহাকুম্ভ অন্যতম একটি উল্লেখযোগ্য ধর্মীয় স্থল, যা বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন পুণ্যার্থীর কাছে আকর্ষণের কেন্দ্রস্থল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ