Advertisement

Responsive Advertisement

নাবালিকা ধর্ষণের অভিযোগে ধৃত যুবক


আগরতলা, ১১ ফেব্রুয়ারী : আবারও কৈলাসহর মহিলা থানাধীন এলাকায় নাবালিকা ধর্ষন । মংগলবার দুপুরে পুলিশ অভিযুক্ত যুবককে কৈলাসহর আদালতে প্রেরণ করেছে। এব্যাপারে কৈলাসহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য জানান যে, ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কনাশীপ আলীর ছাব্বিশ বছরের ছেলে মুজিব আলী সোমবার বিকেলে কৈলাসহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকার চৌদ্দ বছরের এক নাবালিকাকে ফুসলিয়ে গাড়িতে তোলে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে ও ধর্ষন করে। সোমবার সন্ধ্যায় নাবালিকার মা কৈলাসহর মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন । পরবর্তী সময়ে সোমবার গভীর রাতে পুলিশ মুজিব আলী ও নাবালিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নাবালিকাকে তার মায়ের হাতে তোলে দেওয়া হয় । পরবর্তী সময়ে নাবালিকার মা কৈলাসহর মহিলা থানায় মুজিব আলীর বিরুদ্ধে ধর্ষনের মামলা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ