Advertisement

Responsive Advertisement

বন্যার পরও ১৭ হাজার মেট্রিক টনের উপর ধান ক্রয় আশাব্যঞ্জক : সুশান্ত


আগরতলা, ১১ ফেব্রুয়ারী : ভয়াবহ বন্যার পরও গত খারিফ মরসুম থেকে এবারের রবি মরসুমে বেশি পরিমান ধান রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে ক্রয় করেছে। প্রতি কেজি ২৩ টাকা দরে ১৭ হাজার ৪৯৭ দশমিক ১০৯ মেট্রিক টন ধান কেনা হয়েছে। তাতে রাজ্য সরকারের ব্যায় হয় ৪০ কোটি ২৫ লক্ষ টাকা। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন ভয়াবহ বন্যার পরও এতটা পরিমান ধান কেনা খুবই আশাব্যঞ্জক। মুখ্যমন্ত্রীর সহযোগিতায় তা সম্ভব হয়েছে বলে জানান তিনি। খাদ্য দপ্তর এই কাজ সম্পন্ন করতে পেরেছে কৃষি দপ্তরের সহযোগিতায়। এদিকে নেশা, পথ সুরক্ষা ও ক্রেতা সুরক্ষা নিয়ে ছাত্রদের মধ্যে সচেতনতা জাগাতে পরিবহন ও খাদ্য দপ্তর যৌথ ভাবে কলেজ স্তরে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা করেছে। চূড়ান্ত প্রতিযোগিতা হয় আগরতলায়। তাতে সফল প্রতিযোগীদের দেওয়াহয় মূল্যবান উপহার। শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এই আয়োজন বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ