আগরতলা, ১১ ফেব্রুয়ারী : পৃথিবীতে এখন দ্রুত জলবায়ু পরিবর্তন হচ্ছে। বাড়ছে ভূ উষ্ণায়ন। আওথচ তা রোধে বড় ভূমিকা নিতে পারে বৃক্ষ রোপন ও বাঁশ চাষ। বিষয়ে দরকার সচেতনতা। মঙ্গলবার জলবায়ুর পরিবর্তন প্রশমনে বাঁশ এর ভূমিকা নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীন ত্রিপুরা ক্লাইমেট চেঞ্জ সেল। এদিন রাজধানীর লিচু বাগানে ব্যাম্বো এন্ড ক্যান ডেভলপমেন্ট ইনস্টিটিউটে এই অনুষ্ঠান হয়। তাতে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা , দপ্তরের সচিব ডক্টর কে শশীকুমার সহ অন্যান্য আধিকারিকরা। মূলত বাঁশ চাষ ও বৃক্ষ রোপনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন কি ভাবে প্রশমন করা যায় তা নিয়ে আলোচনা হয় এই অনুষ্ঠানে। নর্থ ইস্ট সেন্টার ফর টেকনোলজি এপ্লিকেশন এন্ড রিসার্চ ও ব্যাম্বো এন্ড ক্যান ডেভলপমেন্ট ইনস্টিটিউট এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী অনিমেষ দেববর্মা বাঁশ চাষ ও বৃক্ষ রোপন ও এর রক্ষনাবেক্ষন এর উপর গুরুত্ত দেন। এই ধরণের কর্মসূচি এর সঠিক বাস্তবায়ন খুবই সময়োপযোগী বলে মনে করেন বিশেষজ্ঞরা।
0 মন্তব্যসমূহ