আগরতলা, ২ আগস্ট : রাজধানী আগরতলার মহারাজা এম বি বিমান বন্দরে লেদারের সামগ্রীর আউটলেটের সূচনা হলো। শুক্রবার বিমানবন্দরের টার্মিনাল ভবনে ফিতা কেটে এই আউটলেটের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা। এই সময় উপস্থিত ছিলেন আগরতলা বিমানবন্দরের ডিরেক্টর কে সি মিনা, বিমানবন্দর কর্তৃপক্ষের বিভিন্ন বিভাগীয় প্রধান এবং বিভিন্ন এয়ারলাইন্সের আগরতলা বিমানবন্দরে কর্মরত ম্যানেজাররা।
এই আউটলেটে বিশ্বমানের বিভিন্ন চামড়ার সামগ্রী প্রস্তুতকারী সংস্থা গুলির হ্যান্ড ব্যাগ, মানিব্যাগ, ব্রিফকেস, ল্যাপটপ ব্যাগ, ট্রাভেল ব্যাগ, ওয়ালেট, আনুষাঙ্গিক এবং বেল্ট সহ অন্যান্য সামগ্রী পাওয়া যাবে। বিমানবন্দরের চার নম্বর গেটের সিকিউরিটি চেকিংয়ের পাশে এই আউটলেটটি করা হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর অতিথিরা আউটলেটেড থাকা বিভিন্ন সামগ্রী ঘুরে দেখেন। আগরতলার এমবিবি বিমানবন্দর হয়ে ভ্রমণের সময় সামগ্রিক কেনাকাটার অভিজ্ঞতা বাড়িয়ে তুলবে যাত্রীদের।
0 মন্তব্যসমূহ