Advertisement

Responsive Advertisement

প্রণয় গঠিত সম্পর্কের জেরে আত্মহত্যা নাবালকের!

নিউজ এর ভিডিও দেখতে ক্লিক করুন লিংকে 👈
আগরতলা, ২ আগস্ট : প্রণয় গঠিত সম্পর্কের জেরে আত্মহত্যা করল এক নাবালক। এমনই অভিযোগ তার পরিবারের সদস্যদের। মৃত নাবালকের নাম তুষার দেব (১৫)। তার রাজধানীর বাড়ি ইন্দ্রনগর কলোনি এলাকায়। সে রাজধানীর প্রাচ্য ভারতী বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
ঘটনার বিবরণে মৃত নাবালকের পরিবারের সদস্যরা জানান, সমবয়সী এক নাবালিকার সঙ্গে প্রায় সাত মাস ধরে প্রণয় গঠিত সম্পর্ক ছিল তুষারের। কিছুদিন আগে মেয়েটির বাড়িতে তাকে ডেকে নিয়ে যায়। সেখানে মেয়েটির জেঠু সহ পরিবারের অন্য সদস্যরা মিলে তাকে বেধড়ক মারধর করে। তাতে তুষারের বুকে গুরুতর আঘাত পায়। সে বাড়িতে এসে তার বাবাকে গোটা ঘটনা জানায়। তুষার তার বাবাকে তার অপমানের বিচার চাইতে বলে। তখন তুষারের বাবা বলেন, আগে তাকে সুস্থ করে নিয়ে তারপর মেয়ের বাড়িতে গিয়ে তিনি কথা বলবেন। কিন্তু নাবালক রাগে অপমানে নিজেকে সামলাতে না পেরে বিষ পান করে নেয় বলে অভিযোগ তার বাবার।
 বিষপানের পর তুষার তার বাবাকে জানায়, অপমান সহ্য করতে না পেরে সে বিষ পান করেছে। ২৫ জুলাই সে বিষ পান করে, বিষপানের ঘটনা জানার পর পরিবারের সদস্যরা তাকে জিবি হাসপাতালে নিয়ে আসে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। তুষারের এই অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তার মাসহ পরিবার-পরিজনেরা। ঘটনায় দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন তুষারের বাবা। তুষারের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের উপযুক্ত শাস্তি হোক দাবি এই দাবী পরিবারের। না বালকের এমন মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পাড়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ