Advertisement

Responsive Advertisement

স্কুল ছাত্রীদের ইপটিজিং করার অভিযোগে পাঁচ বকাটে যুবককে তুলে দিল পুলিশের হাতে

ধর্মনগর, ৭ জুন: উত্তর জেলার পানিসাগর এই ইভটিজিং অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রাইভেট কোচিং শেষ করে ১২টি মেয়ে তাদের নিজ বাড়ি উদ্দেশ্যে যাচ্ছিল। বিএসএফ ক্যাম্প এলাকায় তারা পাঁচটি ছেলের দ্বারা আক্রান্ত হয়। এই পাঁচটি ছেলের সাথে ছিল একটি আলট্র গাড়ি এবং দুটি স্কুটি। আলট্র গাড়িটির নম্বর ছিল TR - 05 -0715 এবং স্কুটি দুটির নাম্বার ছিল টি আর 05D 5638 ও টি আর 05D-6940। এলাকাবাসীরা এই পাঁচ যুবককে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। যে পাঁচ যুবককে তুলে দেয় তাদের নাম রাজীব নাথ বয়স ২৫, ওয়ার্ড নাম্বার ৫, অমরজিৎ নাথ বয়স ২৪ ওয়ার্ল্ড নম্বর দুই, সুভাষ নাথ বয়স ২৩ ওয়ার্ড নাম্বার ৫ ,বানু নাথ বয়স ২৩ ওয়ার্ড নাম্বার ৫ এবং সুকান্ত দেবনাথ বয়স ২৩ বাড়ি ওয়ার্ড নাম্বার 2 তাদের প্রত্যেকের বাড়ি রৌহা গ্রাম পঞ্চায়েত। এই এলাকাবাসী এবং অভিভাবক মহল ছাত্রীদের ইভটিজিং এর দায়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং বখাটে এই পাঁচ যুবকের বিরুদ্ধে আয়নানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ