Advertisement

Responsive Advertisement

কিষান মোর্চার দক্ষিণ জেলায় সাংগঠনিক বৈঠক


আগরতলা, ২৯ জুন : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কিষাণ মোর্চা রাজ্য ব্যাপী সাংগঠনিক তৎপরতা শুরু করেছে, এই কার্যক্রমের অঙ্গ হিসাবে শনিবার দক্ষিণ জেলার ৩৭ ঋষ্যমুখ মন্ডল এবং ৩৬ শান্তিরবাজার মন্ডলে কিষান মোর্চার মন্ডল ভিত্তিক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জলন করে বৈঠকের শুভারম্ভ করেন কিষান মোর্চার প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় উপস্থিত ছিলেন কিষান মোর্চার দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত সাহা সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র দাস দক্ষিণ জেলা কিষান মোর্চা আই টি ইনচার্জ ধনঞ্জয় দাস প্রমুখ। বৈঠকে আলোচনা কালে ওয়ান বুথ টেন কিষানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সভায় প্রধান অতিথির ভাষনে প্রদেশ সভাপতি প্রদীপ বরণ রায় কার্যকর্তাগণকে সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান রাখেন। তিনি বলেন কৃষক ভাই-বোনদের সাথে নীর বিচ্ছিন্ন সম্পর্ক গড়ে তুলতে হবে। রাজ্যে দুই লক্ষ ৭৯ হাজার কৃষক কিষান সম্মান নিধির জন্য নাম রেজিস্ট্রি ভুক্ত করেছেন। অনেকে এখনো কেওয়াইসি জমা করেননি আমাদের কাজ সেই কৃষক ভাই-বোনদেরকে সচেতন করা। কৃষক ভাই-বোনদেরকে কেসিসি কার্ডের ব্যবস্থা করে দিতে হবে এবং ফসল বীমা যোজনা যাতে সবাই করেন সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি দেশের কৃষক কে সর্বোচ্চ সম্মান প্রদান করেছেন। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রথম স্বাক্ষর করেছেন কিষান সম্মান নিধির ফাইলে এটা ভারতের কৃষকের অত্যন্ত গর্বের বিষয়। বিজেপি কিষান মোর্চার ত্রিপুরা প্রদেশ সকল কার্যকর্তা বিগত লোকসভায় যেভাবে শ্রম দান করেছেন আগামী পঞ্চায়েত নির্বাচনেও কিষান মোর্চা তার সর্বশক্তি দিয়ে ভারতীয় জনতা পার্টির পতাকাকে সর্বোচ্চ স্থানে রাখার চেষ্টা করবে এবং এর জন্য প্রত্যেক দেবতুল্য কার্যকর্তা গনকে এগিয়ে আসতে হবে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিষান মোর্চা দক্ষিণ জেলা সভাপতি সত্যব্রত সাহা সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র দাস ও দুই মন্ডলের মণ্ডল সভাপতিগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ