Advertisement

Responsive Advertisement

২৫কোটি টাকার হেরোইন পাচারে যুক্ত থাকার অভিযোগে আটক এক পুলিশ কর্মীসহ ২জন

অয়ন নাগ, ধর্মনগর: বাংলায় প্রচলিত একটি প্রবাদ বাক্য আছে, কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো। এবার এই প্রবাদ বাক্যটি আক্ষরিক অর্থেই শক্ত হলো উত্তর জেলা পুলিশের কাছে। মিজোরাম থেকে দামছড়া দিয়ে ত্রিপুরা রাজ্যে হেরোইন নিয়ে আসার সময় পুলিশের জালে ধরা পড়ে দুই জন, এরমধ্যে একজন খোদ ত্রিপুরা পুলিশের কনস্টেবল। ঘটনা সোমবার রাতে। গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে মিজোরাম থেকে দামছড়ায় হেরোইন আসছে পাচারকারীরা। সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ সতর্ক হয়ে যায় এবং মিজোরাম থেকে দশরথ সেতু দিয়ে ত্রিপুরা সীমান্তে প্রবেশ করে একটি ছোট গাড়ি। পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে অভিযান চালালে এর ভেতরের বিভিন্ন গোপন কক্ষ থেকে ১৭৭ টি সাবান কেসে মোট ১৭৭প্যাকেট হেরোইন উদ্ধার হয়। আটক করা হয় হেরোইন পাচারকারী তথা ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে চাকুরীরত সাইদুল রহমান ওরফে সোহেলকে। তার বাড়ি সিপাহীজলা জেলার সোনামুড়ার কুলুবাড়ি এলাকায়। সে বর্তমানে বিশালগড় আদালতের কর্তব্যরত। অপরজন ওপর পাচারকারীর নাম জসিম উদ্দিন, বাড়ি সোনামুড়ার ঠাকুরমুড়া এলাকায়। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, গোপন খবরের ভিত্তিতে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যেই এই অভিযান।উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারি মূল্য আনুমানিক পঁচিশ কোটি টাকা। হেরোইjন গুলি মিজোরাম থেকে দামছড়া হয়ে সোনামুড়া নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। দামছড়া থানায় একটি এন ডি পি এস আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়। 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ