উৎপল বৈদ্য, বিলোনিয়া, ১৫ মে : বিলোনিয়া মহকুমা হাসপাতালের পরিষেবার মান উন্নয়নও নতুন কিছু পরিষেবা চালু করার দাবি নিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে বিলোনিয়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক এর নিকট প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করে। বুধবার বিকেল চারটা নাগাদ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ১০ দফা দাবির স্মারক লিপি মহকুমা স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেয় ডি ওয়াই এফ আই এর নেতৃত্বরা। দাবিগুলো হলো -বিলোনিয়া মহকুমা হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করা, পর্যাপ্ত পরিমাণে নার্স নিয়োগ করা, শিশু হাসপাতাল দ্রুত চালু করা, জেনেরিক সেন্টারে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ জীবন দায়ী ওষুধ পাওয়ার সুযোগ বাড়াতে হবে, ব্লাড ব্যাংকে রক্তে সেপারেশন মেশিন চালু করা, পিএইচ সি গুলোর পরিষেবা বৃদ্ধি করা, শিশু বিভাগ কে আরো অত্যাধুনিক করার উদ্যোগ গ্রহণ করতে হবে এই দাবিগুলি সহ আরো অন্যান্য দাবি নিয়ে মোট ১০ দফা দাবির দাবি সনদ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিমল কলই এর নিকট প্রতিনিধি মূলক ডেপুটেশন প্রদান করে। আটজনের প্রতিনিধি দলে ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বিলোনিয়া মহকুমা কমিটি সভাপতি সম্পাদক সুব্রত দাস, মধুসূদন দত্ত, যুব ফেডারেশনের মহকুমা নেতৃত্ব গৌতম সেন সুকান্ত মজুমদার রাকেশ বিশ্বাস।
0 মন্তব্যসমূহ