আগরতলা, ১৫ মে : কৃষি কাজে ড্রোন প্রযুক্তির ব্যবহার শীর্ষক এক কর্মশালা চলছে রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে। কৃষিকে আরো অত্যাধুনিক এবং যন্ত্রনির্ভশীল করে তোলার লক্ষ্যে বিশেষ গুরুত্ব আরোপ করেছে কেন্দ্র সরকার। কৃষি কাজের ড্রোন, আধুনিক ট্রাক্টর, ফসল কাটার যন্ত্র ইত্যাদি ব্যবহারের জন্য কৃষকদের উৎসাহিত এবং আর্থিক সহায়তা করছে সরকার। বর্তমান কেন্দ্র সরকারের এই লক্ষমাত্রাকে এগিয়ে নিয়ে যেতে বিশেষ ভাবে তৎপর রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর। বিশেষ করে ড্রোন প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিকে আধুনিক এবং সময়োপযোগী করার লক্ষ্য মাত্রা নিয়ে চলছে সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার থেকে রাজধানী আগরতলার অরুন্ধতী নগর এলাকার রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে তিন দিনব্যাপী "কৃষি ক্ষেত্রে ড্রোন প্রযুক্তির ব্যবহার" শীর্ষক এক কর্মশালার সূচনা হয়েছে। কৃষি গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে প্রথমে এই কর্মশালার বিষয়ে বক্তব্য রাখেন বিশেষজ্ঞরা। এই কর্মশালায় উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান জয়েন্ট ডিরেক্টর ড. উত্তম সাহা, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের ইনপুট শাখার জয়েন্ট ডিরেক্টর রাজীব দেববর্মা, কৃষি মুখ্য বাস্তুকার স্বপন দাস । সেই সঙ্গে এই কর্মশালায় রাজ্যের ৮ জেলা থেকে ১৫ জন কৃষি আধিকারিক, বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা অংশ নিয়েছেন। কনফারেন্স হলের আলোচনা পর্ব শেষে মাঠে ড্রোন উড়িয়ে উপস্থিত বিশেষজ্ঞরা কৃষি ক্ষেত্রে এর উপযোগীতা সম্পর্কে প্রদর্শন করেন। বৃহস্পতিবার বিশেষ এই কর্মশালয় উপস্থিত থাকবেন কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, বিশেষজ্ঞরা সচিবের উপস্থিতিতেও ড্রোন চালিয়ে কৃষি কাজে এর উপযোগিতা প্রদর্শন করে দেখাবেন। আগামী দিনে রাজ্য সরকার রাজ্যের কৃষি কাজে ড্রোন এর ব্যবহার শুরু করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করেছে।
0 মন্তব্যসমূহ